TRENDING:

PM Modi birthday: ময়ূরের পালক থেকে জমকালো মুকুট! মোদির মাথায় রাজকীয় সাজ দেখুন এক ঝলকে

Last Updated:
PM Modi birthday: বিভিন্ন ধরনের পোশাকের মাধ্যমে ফ্যাশন প্রেমী মানুষেরও নজর কেড়েছেন মোদি। এর মধ্যে সবচেয়ে চোখে পড়ার মতো হল তাঁর পাগড়ির ফ্যাশন।
advertisement
1/10
ময়ূরের পালক থেকে জমকালো মুকুট! মোদির মাথায় রাজকীয় সাজ দেখুন এক ঝলকে
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। ৭১ বছর পূর্ণ করলেন তিনি (PM Modi birthday)। শুধু রাজনীতিতেই যে তিনি প্রভাব তৈরি করেছেন তা কিন্তু নয়। বিভিন্ন ধরনের পোশাকের মাধ্যমে ফ্যাশন প্রেমী মানুষেরও নজর কেড়েছেন মোদি। প্রধানমন্ত্রীকে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সাজে দেখা গিয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে চোখে পড়ার মতো হল তাঁর পাগড়ির ফ্যাশন। কখনও পাগড়ি, কখনও টুপি, নানা ধরনের হেডগিয়ার বা মাথার অ্যাকসেসরিজে দেখা গিয়েছে তাঁকে। এক ঝলকে দেখে নেওয়া যাক সেগুলি।
advertisement
2/10
১) ২০২১ এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জামনগরের একটি হালারি পাগড়ি পরতে দেখা যায় মোদিকে। এই পাগড়িটি মোদিকে গুজরাটের জামনগরের এক রাজ পরিবার উপহার দিয়েছিল।
advertisement
3/10
২) অসমের ঐতিহ্যবাহী একধরনের টুপি হল জাপি। বিরাট হ্যাট-এর উপর ডিজাইন করা থাকে। ২০১৪ সালে গুয়াটিতে নির্বাচনের সময়ে মোদির মাথাতেও এই জাপি দেখা গিয়েছিল।
advertisement
4/10
৩)বিভিন্ন রঙের পাগড়িতে মোদিকে দেখা যায়। গোলাপি রঙের পোশাকে দেখা গিয়েছেন মোদিকে বহুবার। ২০১৬ সালে স্বাধীনতা দিবসে গোলাপি, হলুদ ও কমলা রঙের মিশেলে এক‌টি পাগড়িতে দেখা গিয়েছিল নরেন্দ্র মোদিকে।
advertisement
5/10
৪) মণিপুরের মেইটেই গোষ্ঠীর মানুষ কোয়েট নামে এক ধরনের পাগড়ি মাথায় পরেন। ২০১৪ সালের নির্বাচনের সময়ে উত্তর পূর্ব ভারতের মানুষের পাশে থাকার বার্তা দেওয়ার সময়ে এই পাগড়ি পরেছিলেন মোদিও।
advertisement
6/10
৫) শিখদের পাগড়ি সকলেরই চেনা। মোদিকে এই ধরনের পাগড়িতেও দেখা গিয়েছে।
advertisement
7/10
৬) নাগাল্যান্ডে কিসান গ্রামে হর্নবিল উৎসব হয়। ২০১৪ সালে সেখানে মোদিকে দেখা গিয়েছিল নাগাল্য়ান্ডেরই ট্রাডিশনাল পোশাকে। মাথাতেও ছিল নাগাল্যান্ডের বিরাট শিংওয়ালা লাল টুপিতে।
advertisement
8/10
৭) ২০১৪-তে নির্বাচনের আগে প্রচার করতে অরুণাচল প্রদেশেও গিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেই সময়ে সেখানকার ইটানগরের বোপিয়া টুপি-তেও দেখা গিয়েছিল মোদিকে। এই শিং ও পালক দিয়ে তৈরি এই টুপি।
advertisement
9/10
৮) লাদাখে গিয়ে সেখানকার ট্রাডিশনাল পোশাক পরেছিলেন মোদি। মাথায় ছিল সেখানকারই টুপি।
advertisement
10/10
৯) রাউরকেল্লাতে গিয়ে ময়ূরের পালক দিয়ে তৈরি এক ধরনের জমকালো মুকুট পরেছিলেন নরেন্দ্র মোদি।
বাংলা খবর/ছবি/দেশ/
PM Modi birthday: ময়ূরের পালক থেকে জমকালো মুকুট! মোদির মাথায় রাজকীয় সাজ দেখুন এক ঝলকে
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল