TRENDING:

Taj Mahal | Agra: ভয়ঙ্কর বিপদের মুখোমুখি দাঁড়িয়ে তাজমহল! ধসে যেতে পারে যে কোনও মুহূর্তে...এবার!

Last Updated:
অসমের মাজুলি দ্বীপ৷ এই অনন্য সুন্দর দ্বীপই এখন অস্তিত্ব সঙ্কটের সম্মুখীন। ১২০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দ্বীপ। এক সময় এখানে ২৬০ প্রজাতির পাখি পাওয়া যেত। কিন্তু এখন ধীরে ধীরে ভূমিক্ষয়ের ফরে এ দ্বীপ ধীরে ধীরে জলের নীচে তলিয়ে যাচ্ছে। আগামী পনের-বিশ বছরের মধ্যে পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে মাজুলি দ্বীপ।
advertisement
1/5
ভয়ঙ্কর বিপদের মুখোমুখি দাঁড়িয়ে তাজমহল! ধসে যেতে পারে যে কোনও মুহূর্তে...এবার!
অসমের মাজুলি দ্বীপ৷ এই অনন্য সুন্দর দ্বীপই এখন অস্তিত্ব সঙ্কটের সম্মুখীন। ১২০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দ্বীপ। এক সময় এখানে ২৬০ প্রজাতির পাখি পাওয়া যেত। কিন্তু এখন ধীরে ধীরে ভূমিক্ষয়ের ফরে এ দ্বীপ ধীরে ধীরে জলের নীচে তলিয়ে যাচ্ছে। আগামী পনের-বিশ বছরের মধ্যে পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে মাজুলি দ্বীপ।
advertisement
2/5
পশ্চিমবঙ্গের সুন্দরবনও বিপদের মুখে। বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ অরণ্য বহু বিপন্ন প্রজাতির বাসস্থান। কিন্তু দূষণ ও আবহাওয়ার পরিবর্তনের জন্যে এই জায়গাটিও এখন বিপন্ন।
advertisement
3/5
বিপদে পড়েছে লাদাখের হেমিস ন্যাশনাল পার্ক। এই পার্কটি স্নো লেপার্ডের জন্য বিখ্যাত। কিন্তু বর্তমানে সেখানে স্নো লেপার্ডের সংখ্যা কমছে। তাই পার্কটির অস্তিত্বও বিপন্ন হয়ে পড়েছে।
advertisement
4/5
ভেঙে পড়তে পারে হিমাচল প্রদেশের সিমলা সিভিক সেন্টার। বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে এই ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সিমলা গেলে এই জায়গাটা ঘুরে আসুন। কবে থাকে কি না থাকে।
advertisement
5/5
এই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশের তাজমহলও। যমুনার তীরে নির্মিত শুভ্র এই স্থাপত্য আমাদের সব সময় অবাক করে দেয়। কিন্তু, এই তাজমহলও এখন ভয়াবহ সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে৷ আসলে যে কাঠের উপরে তাজমহল দাঁড়ায়ে রয়েছে, তা যমুনার জল থেকেই শক্তি পায়। কিন্তু, বর্তমানে যমুনায় জল কমেছে৷ ফলে সেই কাঠে পোকামাকড় জন্মাচ্ছে। ক্রমশ ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে তাজমহলের ভিত৷ বিশেষজ্ঞেরা বলছেন, যমুনা শুকিয়ে গেলে তাজমহলও ভেঙে পড়বে। তার আগেই এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা করা প্রয়োজন৷
বাংলা খবর/ছবি/দেশ/
Taj Mahal | Agra: ভয়ঙ্কর বিপদের মুখোমুখি দাঁড়িয়ে তাজমহল! ধসে যেতে পারে যে কোনও মুহূর্তে...এবার!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল