TRENDING:

চিতার পিছনে যেন ছায়া হয়ে দাঁড়িয়ে রয়েছে ব্ল্যাক প্যান্থার, এই ছবি তুলতে সময় লেগেছে টানা ৬ দিন!

Last Updated:
‘জঙ্গল বুক’-এর পাতা থেকে যেন জীবন্ত উঠে এসেছে বাঘিরা । কাবিনি জাতীয় উদ্যানের এই ‘পাওয়ার কাপল’ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
advertisement
1/8
চিতার পিছনে ছায়া হয়ে দাঁড়িয়ে রয়েছে ব্ল্যাক প্যান্থার, ৬ দিন লেগেছিল ছবি তুলতে
• প্রকৃতি নিজের রূপ, রস, গন্ধে এমনই রূপসী, যে তাঁর অপূর্ব সুন্দর সৌন্দর্যের কাছে মানুষ নিতান্তই এক মুগ্ধ দর্শক ছাড়া আর কিছু নয় । নিজের সন্তানদের নিয়ে প্রকৃতি মায়ের যেন ভরা সংসার । কখনও আমাদের দৌরাত্ম্যে তাঁর সেই সংসারে আঁচ লাগে ঠিকই । কিন্তু আবার নিজেকে মনের মতো করে গুছিয়ে নেয় সে ।
advertisement
2/8
• এই ভরা বর্ষায় জাতীয় উদ্যান বা অভয়ারণ্যগুলি থাকে পর্যটকদের জন্য বন্ধ । বর্ষায় বিপদ যেমনব থাকে, পাশাপাশি এই সময়টা বেশিরভাগ বন্যপ্রাণীর প্রজনন ঋতু । কর্ণাটকের মহীসূরের কাবিনি নগরহোল জাতীয় উদ্যান যেন গত কয়েকদিনে বনপশুপ্রেমী ও ফটোগ্রাফারদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ।
advertisement
3/8
• তাঁর প্রধান কারণ এই জঙ্গলের ব্ল্যাক প্যান্থারটি । ‘জঙ্গল বুক’-এর পাতা থেকে যেন জীবন্ত উঠে এসেছে বাঘিরা । সেই কালো বাঘের প্রতিটি মুড এখন ফোটোগ্রাফারদের দারুণ প্রিয় হয়ে গিয়েছে ।
advertisement
4/8
• প্রায়ই বাঘিরার নানা আচরণ আর মুডের ছবি সোশ্যাল মিডিয়ার পর্দায় ফুটে উঠেছে । যা রীতিমতো ভাইরাল ।
advertisement
5/8
• তবে সম্প্রতি যে ছবিটি তুলেছেন ফোটোগ্রাফার মিঠুন, তা এক কথায় অনবদ্য ।
advertisement
6/8
• চিতার পিছনে ঠিক যেন তার ছায়া হয়ে দাঁড়িয়ে রয়েছে ব্ল্যাক প্যান্থারটি ।
advertisement
7/8
• ওই একটি পারফেক্ট শট পেতে টানা ৬ দিন অপেক্ষা করতে হয়েছে ফোটোগ্রাফারকে ।
advertisement
8/8
• ফোটোগ্রাফার এই চিতা ও কালো বাঘের দম্পতি নামকরণও করেছেন । চিতাটির নাম ক্লিওপেট্রা আর অন্যজন হল ছায়া বা সায়া ।
বাংলা খবর/ছবি/দেশ/
চিতার পিছনে যেন ছায়া হয়ে দাঁড়িয়ে রয়েছে ব্ল্যাক প্যান্থার, এই ছবি তুলতে সময় লেগেছে টানা ৬ দিন!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল