Unique Marriage| Patna News: ছোট্টবেলায় বাড়িতে এসেছিল পরিচারিকা হিসেবে, মেয়ের মতো তাকে বিয়ে দিলেন মালিক, নিজে হাতে করলেন কন্যাদান
- Published by:Pooja Basu
Last Updated:
১৩ বছর কাজ করেছেন যে বাড়িতে সেখান থেকে কনে হিসেবে গেলেন শ্বশুরবাড়ি৷
advertisement
1/6

বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময়, সকলের চোখ জলে ভিজে যায়৷ এটাই সব ঘরে ঘরে ঘটে৷ তবে এই বিয়ের গল্প একটু আলাদা৷ বিয়ের কাহিনি চোখে জল এনে দেবে আনন্দে৷ এমন ঘটনা খুব কম ঘটে৷ ১৩ বছর আগে একটি বাড়িতে পরিচারিকা হিসাবে এসেছিলেন যিনি, তাঁর বিয়ে দিলেন বাড়ির সকলে৷ একেবারে মেয়ের মতো করেই৷ আয়োজনও হয়েছিল যথেষ্ট৷ এই বিয়ে সমাজের কাছে একটি নিদর্শন হয়ে থেকে যাবে৷ গুড়িয়া, ১৩ বছর আগে কিদওয়াইপুরীর আনন্দ কলোনিতে বসবাসকারী সুনীল সিংয়ের বাড়িতে পরিচারিকা হিসাবে এসেছিলেন৷ সেই বাড়ি তিনি ছাড়লেন কনে বেশে, বাড়ির মেয়ের মতো৷ (প্রতিবেদন- বিনীতা মিশ্র)
advertisement
2/6
গুড়িয়া স্বপ্নেও ভাবেননি যে এই বাড়ি থেকে বিয়ে হবে তার এবং সেভাবেই এই বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যাবেন৷ ধুমধাম করে গুড়িয়ার বিয়ে হয়। মণ্ডপ সাজানো হয়েছিল। শুধু বাড়ি নয়, পাড়াও সাজানো হয়েছিল সুন্দর করে, আলোর মালায়।
advertisement
3/6
সুনীল সিং জানান, ১৩ বছর আগে তিনি গুড়িয়াকে পাটনায় নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন কাজ করার জন্য। তখন গুড়িয়ার বয়স ছিল ৬ বা ৭ বছর। গুড়িয়ার বাবা বেকার ছিলেন এবং সে সবসময় গুড়িয়া ও তার ছোট ভাইবোনদের মারধর করতেন। দু’বেলা খাবারও জুটত না ছেলে মেয়েদের। গুড়িয়া ছিল বাড়ির বড়, তাই তার ভাইবোনের দায়িত্বও ছিল গুড়িয়ার উপর।
advertisement
4/6
গুড়িয়া ঘরে ঘরে কাজ শুরু করে৷ সেখান থেকে সুনীল সিংয়ের সাথে দেখা হয় তার এবং তাকে সুনীল নিজের বাড়িতে নিয়ে আসেন৷ সকলের মন জয় করে নেন গুড়িয়া। সুনীল সিং বলেছেন যে গুড়িয়া এতটাই ভাল যে আমাদের সকলের খেয়াল রেখেছিল বাড়ির মেয়ের মতোই৷
advertisement
5/6
গুড়িয়া ছিল অত্যন্ত বিশ্বাসী এবং কর্মোঠ। ফলে গৃহস্থালির কাজকর্মও যেমন করত, তেমনই তার থেকে ঘরের কিছু লুকিয়ে রাখতে হয়নি৷ ধীরেধীরে বাড়ির মেয়ের মতো হয়ে উঠেছিল সে৷ তাই তো সেই মেয়ের বাবা হিসেবেই গুড়িয়ার কন্যাদান করেন সুনীলবাবু৷
advertisement
6/6
ধুমধাম করে গুড়িয়াকে বিয়ে দিলেন সুনীল সিং। পাত্রী গুড়িয়া বলেন, এই বাবা-মা আমার নিজের বাবা-মায়ের চেয়ে ভাল, যারা ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমাকে অনেক ভালবেসেছে এবং আগামিদিনেও সম্পর্ক একই থাকবে।