ট্রেনে করে মদ নিয়ে যাওয়া যায়? রেলের নিয়ম কী বলছে, জেনে নিন দরকারি তথ্য
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Indian railways: ট্রেনে কতটা মদ নিয়ে যেতে পারেন কোনও যাত্রী? জেনে নিন রেলের নিয়ম।
advertisement
1/6

ট্রেনে করে কি মদ নিয়ে যাওয়া যায়? অনেকের মনেই এই প্রশ্ন ঘোরাফেরা করে। তবে এর সঠিক উত্তর অনেকেই জানেন না। নিয়ম না জানায় অনেক যাত্রীকে জরিমানাও দিতে হয়েছে।
advertisement
2/6
ট্রেনে মদ্যপান তো দূরের কথা, মদের বোতল নিয়ে ধরা পড়লেও আর রক্ষে নেই। বোতলের ঢাকনা যদি খোলা থাকে তা হলে তো বড় বিপদ হতে পারে সংশ্লিষ্ট যাত্রীর।
advertisement
3/6
রেলওয়ে আইন 1989 এর 165 ধারা অনুযায়ী, ট্রেনে মদ নিয়ে ওঠা যায় না। মদ্যপান করা তো দূরের কথা। যে সমস্ত নিষিদ্ধ জিনিস নিয়ে ট্রেনে ওঠা যায় না, তার মধ্যে মদ একটি।
advertisement
4/6
কোনও যাত্রীর কাছে খোলা মদের বোতল পাওয়া গেলে রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে। এক্ষেত্রে ট্রেনে শান্তি বিঘ্নিত করার অপরাধে জরিমানা ও জেল পর্যন্ত হতে পারে।
advertisement
5/6
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, কোনওরকম দাহ্য পদার্থ নিয়ে ট্রেনে সফর করা যায় না। ধরা পড়লে মোটা টাকা জরিমানা দিতে হয়।
advertisement
6/6
ট্রেনে একেবারে সিল-প্যাক করা মদের বোতল নিয়েও ওঠা যায় না। সেক্ষেত্রে বোতলসমেত কোনও যাত্রী ধরা পড়লে তাঁর বিরুদ্ধে রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে।