INR vs PKR exchange rate: পহেলগাঁওয়ের বদলার ভয়ে হুড়মুড়িয়ে দাম কমছে পাকিস্তানি রুপিয়ার! জানেন ভারতের ১ টাকা মানে পাকিস্তানের কত?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
INR vs PKR exchange rate: পহেলগাঁও হামলার বদলা নিতে যে কোনও মুহূর্তে পাকিস্তান আক্রমণ করতে পারে ভারত। এই আশঙ্কায় বুধবার বিপুল ধাক্কা খায় পাকিস্তানের শেয়ার বাজার। একই ভাবে পাকিস্তানি রুপিয়ার দামও হুড়মুড়িয়ে পড়ছে।
advertisement
1/5

পহেলগাঁও হামলার বদলা নিতে যে কোনও মুহূর্তে পাকিস্তান আক্রমণ করতে পারে ভারত। এই আশঙ্কায় বুধবার বিপুল ধাক্কা খায় পাকিস্তানের শেয়ার বাজার। একই ভাবে পাকিস্তানি রুপিয়ার দামও হুড়মুড়িয়ে পড়ছে।
advertisement
2/5
বুধবার পাকিস্তানি শেয়ারবাজার ৩৫৪৫.৬১ পয়েন্ট অর্থাৎ ৩.০৯ শতাংশ। ভারতের আক্রমণের ভয়ে পাক শেয়ার বাজার থেকে মুখ ফেরাতে শুরু করেছেন বিনিয়োগকারীরা।
advertisement
3/5
একই ভাবে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের মুদ্রা রুপিয়াও। বুধবার শেষ পর্যন্ত ভারতের ১ টাকা মানে দাঁড়িয়েছে পাকিস্তানের ৩.৩২৬২ রুপিয়া।
advertisement
4/5
ভারত এবং পাকিস্তান দুই দেশের মুদ্রার নামই রুপিয়া। যদিও ভারতের মুদ্রাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম বলে।
advertisement
5/5
গত ৬ মাসে পাকিস্তানি মুদ্রার ভারতীয় টাকার সাপেক্ষে এটাই সর্বনিম্ন দাম। গত সাত মাসে এটাই পাকিস্তানি রুপিয়ার সর্বোচ্চ দাম। তবে দুই দেশ যুদ্ধে জড়ালে দাম কমবে দুই দেশের টাকারই।