TRENDING:

Pahalgam Terror Attack: বৈসরনে তখন রক্তবন্যা, জঙ্গি হামলার পর প্রথম কার সাহায্যে পুলিশ-সেনা ওই দুর্গম এলাকায় পৌঁছায়? পড়ুন

Last Updated:
পহেলগাঁওয়ের বৈসরন। দুর্গম প্রত্যন্ত এলাকা। মঙ্গলবারের জঙ্গি হামলার পর পুলিশ, সেনার, সিআরপিএফ-এর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল, কীভাবে অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো যায়? কারণ বৈসরন গাড়িতে চেপে যাওয়া যায় না! যায় একমাত্র ঘোড়া! কিন্তু তাতে সময় লাগবে বিস্তর! এই পরিস্থিতিতে পুলিশ-সেনাকে প্রথম কে সাহায্য করে?
advertisement
1/6
বৈসরনে রক্তবন্যা, জঙ্গি হামলার পর প্রথম কার সাহায্যে পুলিশ-সেনা ওই দুর্গম এলাকায় পৌঁছায়?
পহেলগাঁওয়ের বৈসরন। দুর্গম প্রত্যন্ত এলাকা। মঙ্গলবারের জঙ্গি হামলার পর পুলিশ, সেনার, সিআরপিএফ-এর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল, কীভাবে অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো যায়? কারণ বৈসরন গাড়িতে চেপে যাওয়া যায় না! যায় একমাত্র ঘোড়া! কিন্তু তাতে সময় লাগবে বিস্তর! এই পরিস্থিতিতে পুলিশ-সেনাকে প্রথম কে সাহায্য করে?
advertisement
2/6
বৈসরনে রেসকিউ অপারেশন চালাতে পুলিশকে প্রথম সাহায্য করে 'অল টেরেইন ভেহিকল' বা 'এটিভি'! বিশেষভাবে ডিজাইন করা এই গাড়ি যে-কোনও দুর্গমপথে পাড়ি দিতে পারে! এই গাড়ি চেপেই জঙ্গি হামলার পর পুলিশ, সেনা প্রথম ঘটনাস্থলে পৌঁছায়।
advertisement
3/6
এই এটিভি চালক-ই প্রথম পুলিশের এসএইচও-কে নিয়ে বৈসরন উপতক্যায় পৌঁছান।
advertisement
4/6
বৈসরণ উপত্যকা পহেলগাওঁ থেকে অনেকটা দূরে। দুর্গম। যোগাযোগ বিচ্ছিন্ন। শুধুমাত্র ঘোড়া আর এটিভি-ই সেখানে যেতে পারে। পহেলগাওঁয়ের এটিভি চালকেরাই প্রথম রেসকিউ অপারেশনে পুলিশ, সেনার পাশে থাকে।
advertisement
5/6
এটিভি চালক জানান, ''তখন আমরা স্ট্যান্ডে ছিলাম। এসএইচও স্যারের ফোন আসে। আমাদের যত দ্রুত সম্ভব থানায় আসতে বলা হয়। আমরা থানায় যাই, সেখান থেকে সোজা উপরে বৈসরনে চলে যাই।''
advertisement
6/6
জানা যাচ্ছে, দুপুর দুটো বেজে ২৯ মনিটে প্রথম গুলি চলে। এটিভি দল পৌঁছায় ৩.২০ তে। চালক জানান, '' আমি যখন বৈসরনে, ঘটনাস্থলে যাই, চারপাশে শুধুই আর্তনাদ। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মৃতদেহ। জীবীত পর্যটকদের মধ্যে তখন হাহাকার, কান্না। কেউ কেউ আহত। এসএইচও প্রথম ঘটনাস্থলে পৌঁছান। প্রথমেই যারা আহত, তাঁদের উদ্ধার করে নীচে নামানো হয়।''
বাংলা খবর/ছবি/দেশ/
Pahalgam Terror Attack: বৈসরনে তখন রক্তবন্যা, জঙ্গি হামলার পর প্রথম কার সাহায্যে পুলিশ-সেনা ওই দুর্গম এলাকায় পৌঁছায়? পড়ুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল