Pahalgam attack: পহেলগাঁওতে হামলার সময়ে পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করছিলেন টাট্টুয়ালা! ছবি ভাইরাল হতেই গ্রেফতার
- Published by:Ratnadeep Ray
 - news18 bangla
 
Last Updated:
Pahalgam Attack: মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় যখন জঙ্গি হামলা চলছে সেই সময়েই পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করছিলেন এক টাট্টুওয়ালা। অভিযোগ পাওয়ার পরেই গ্রেফতার করল কাশ্মীর পুলিশ।
advertisement
1/5

 মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় যখন জঙ্গি হামলা চলছে সেই সময়েই পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করছিলেন এক টাট্টুওয়ালা। অভিযোগ পাওয়ার পরেই গ্রেফতার করল কাশ্মীর পুলিশ।
advertisement
2/5
 এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে একজন মহিলা পর্যটক অভিযোগ করেছিলেন যে এক ব্যক্তি তাঁর ধর্ম এবং অন্যান্য বিবরণ জিজ্ঞাসা করেছিলেন জঙ্গি হামলার সময়। তিনি ব্যক্তির ছবিও শেয়ার করেছিলেন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আজ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে, যার নাম আইয়াজ আহমেদ জঙ্গল।
advertisement
3/5
 কাশ্মীরের গন্দরবলের গোহিপোরা রাইজানের বাসিন্দা অভিযুক্ত আয়াজ আহমেদ, তিনি টাট্টুওয়ালা হিসাবেই কাজ করেন। সন্দেহভাজনকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পুলিশ আইনি পদক্ষেপ নিয়েছে।
advertisement
4/5
 পাশাপাশি, পুলিশ এবং অন্যান্য তদন্ত সংস্থাগুলি সন্ত্রাসবাদীদের খোঁজার জন্য তল্লাশি অভিযান তীব্রতর করেছে।
advertisement
5/5
 কাশ্মীরের গন্দরবল পুলিশ এক্স হ্যান্ডলে জানিয়েছে, পুলিশ, সেনা, আধাসেনা, সিআরপিএফ এবং এসএসবি একসঙ্গে জঙ্গিদের খোঁজে অভিযান চালাচ্ছে।