Pahalgam Terror Attack Revenge: জোরকমদে পহেলগাঁও হামলার প্রতিশোধ, এবার শুরু ভারতের 'heavy ডোজ'! গুড়িয়ে দেওয়া হল জড়িত লস্কর জঙ্গি ফারুখ আহমেদের বাড়ি
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
পহেলগাঁওয়ের ঘটনায় জড়িত একজন জঙ্গিকেও রেয়াত করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী৷ সেই মতো কাজ করছে সেনাবাহিনী৷ একে একে খুঁজে বের করে ধ্বংস করা হচ্ছে জঙ্গিদের বাড়ি৷
advertisement
1/10

পহেলগাঁও জঙ্গি হামলার পর জম্মু ও কাশ্মীর প্রশাসন জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করেছে। ২২শে এপ্রিলের নৃশংস হত্যাকাণ্ডের অপরাধীদের খোঁজে কর্তৃপক্ষ এই অঞ্চলে জঙ্গি কার্যকলাপে সক্রিয়ভাবে জড়িতদের বাড়িঘর উড়িয়ে দিচ্ছে।এ পর্যন্ত ৭জন জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে, যাদের মধ্যে পাকিস্তানের লস্কর-ই-তৈয়বার সদস্যরাও রয়েছে। এই হামলার জড়িত অপরাধীদের প্রতি সরকারের কঠোর মনোভাবের স্পষ্ট বার্তা হল।
advertisement
2/10
গতকাল, শনিবার, সন্ধের দিকে, জম্মু ও কাশ্মীরের শোপিয়ান এবং কুপওয়ারা জেলায় ২ লস্কর জঙ্গির বাড়ি ধ্বংস করা হয়েছে।শোপিয়ানের দারামদোরায় আরেক জঙ্গি আমির নাজিরের বাড়ি ভেঙে ফেলার কাজ চলছিল।শোপিয়ানে লস্কর জঙ্গি আদনান সাফি দারের বাসভবন গুঁড়িয়ে দেওয়া হয়, যেখানে কুপওয়ারার কালারুসে ফারুক আহমেদ তাদওয়ার বাড়ি উড়িয়ে দেওয়া হয়। কালারুসের নাগরি কোটে একটি শক্তিশালী বিস্ফোরণে বাসভবনটি উড়িয়ে দেওয়া হয়।
advertisement
3/10
পহেলগাম হামলার পর পুলওয়ামা, শোপিয়ান, অনন্তনাগ, কুলগাম এবং কুপওয়ারা জেলায় বিস্ফোরক ব্যবহার করে এখনও পর্যন্ত সাতজন জঙ্গির বাড়ি ধ্বংস করা হয়েছে।
advertisement
4/10
তাদের মধ্যে ছিল অনন্তনাগের ঠোকারপুরার আদিল আহমেদ থোকার, পুলওয়ামার মুরান থেকে আহসান উল হক শেখ, ত্রালের আসিফ আহমেদ শেখ, শোপিয়ানের চোটিপোরা থেকে শহিদ আহমেদ কুট্টে এবং কুলগামের মাতালহামা থেকে জাহিদ আহমেদ গনির বাড়ি।
advertisement
5/10
সূত্রের খবর, জঙ্গিদের বাড়িঘর ভেঙে ফেলা কেন্দ্র এবং জম্মু ও কাশ্মীর প্রশাসনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতির একটি অংশ।এই সমস্ত জঙ্গি লস্কর-ই-তৈয়বার সদস্য এবং বর্তমানে জম্মু ও কাশ্মীরে সক্রিয়। এই পদক্ষেপকে স্থানীয় জঙ্গি এবং তাদের পরিবারের প্রতি একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।
advertisement
6/10
সূত্র জানিয়েছে যে ফারুক বর্তমানে পাকিস্তানে রয়েছে এবং ভারতীয় মাটিতে জঙ্গি কার্যকলাপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
advertisement
7/10
শুক্রবার, পাহেলগাম জঙ্গি হামলায় জড়িত সন্দেহে দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেয় বাহিনী। বিজবেহারায় লস্কর জঙ্গি আদিল হুসেন ঠোকারের বাড়ি আইইডি ব্যবহার করে উড়িয়ে দেওয়া হয়, অন্যদিকে ত্রালে আসিফ শেখের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
advertisement
8/10
২২শে এপ্রিল পাহেলগামে বর্বরোচিত জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়, যা দেশজুড়ে শোকের ছায়া ফেলে এবং বিশ্বব্যাপী নিন্দার ঝড় তোলে। এরপর থেকে নিরাপত্তা বাহিনী জম্মু ও কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে।
advertisement
9/10
জঙ্গি হামলায় জড়িত জঙ্গিদের স্কেচ প্রকাশ করা হয়েছে। সকলেই পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত ছিল। তিন জঙ্গির নাম হাশিম মুসা ওরফে সুলাইমান, আলি ভাই ওরফে তালহা ভাই এবং আদিল হুসেন থোকার। মুসা ও তালহা পাকিস্তানি জঙ্গি হলেও, থোকার কাশ্মীরের স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
advertisement
10/10
পাহেলগাঁওয়ের ঘটনায় জড়িত একজন জঙ্গিকেও রেয়াত করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী৷