TRENDING:

Operation Sindoor: পাকিস্তানকে তছনছ করে স্ট্রাইক ভারতের! এদিকে প্রবল 'রক্তক্ষরণ' বাংলাদেশের! বুধবার ঢাকায় যা ঘটল, বাংলাদেশ বুঝে গেল ভারতের ক্ষমতা

Last Updated:
Operation Sindoor: ভারতের অপারেশন সিঁদুর চরম আঘাত হানল পাকিস্তানের অর্থনীতিতেও। মঙ্গল রাতের ভারতীয় সেনার হামলা প্রকাশ্যে আসার পর বুধবার কার্যত রক্তস্নাত হল পাকিস্তানের শেয়ার বাজার।
advertisement
1/8
পাকিস্তানকে তছনছ করে স্ট্রাইক ভারতের! এদিকে প্রবল 'রক্তক্ষরণ' বাংলাদেশের! ঢাকায় যা ঘটল..
অপারেশন সিঁদুরের পর একদিকে যেমন চাঙ্গা রইল ভারতের শেয়ার বাজার। তেমনই ধসে গেল পাকিস্তান ও বাংলাদেশের শেয়ার বাজার। এদিকে, ভারতীয় বিমান বাহিনীর সফল এই অপারেশনের পর দিনভর চাঙ্গা রইল ভারতের শেয়ার বাজার।
advertisement
2/8
ভারতের অপারেশন সিঁদুর চরম আঘাত হানল পাকিস্তানের অর্থনীতিতেও। মঙ্গল রাতের ভারতীয় সেনার হামলা প্রকাশ্যে আসার পর বুধবার কার্যত রক্তস্নাত হল পাকিস্তানের শেয়ার বাজার। রীতিমতো আতঙ্কিত পাকিস্তানের বিনিয়োগকারীরা। অন্যদিকে, পাকিস্তানকে জবাব দেওয়ার পর ভারতের বাজারে দেখা গেল সবুজ সংকেত।
advertisement
3/8
আর ভারত পাকিস্তান সংঘাতের আবহে বিরাট ধস নেমেছে বাংলাদেশের শেয়ার বাজারে। ভারত-পাক দুই পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের জামাতে ইসলামির মতো একাধিক মৌলবাদী সংগঠনও।
advertisement
4/8
বুধবার সকাল থেকেই ঢাকায় শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে তার ব্যাপক পতন শুরু হয়। এদিন শেয়ার বাজার খোলার প্রথম ৫ মিনিটের মধ্যে প্রধান সূচক ৫০ পয়েন্টের বেশি পড়ে যায়। বাজার খোলার মাত্র ১০ মিনিটের মধ্যে তা পড়ে যায় ৭০ পয়েন্ট। সেই পতনের ধারা অব্যাহত থাকে।
advertisement
5/8
লেনদেনের শুরুতে মাত্র ৯টি কোম্পানির শেয়ারের দাম বাড়ে। অন্যদিকে, দর কমেছে ৩৩৪টির। অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারদর। বিশ্লেষকরা বলছেন, ভারত–পাকিস্তান যুদ্ধের খবরে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলেই বাজারে এই পতন। কারণ আঞ্চলিক অস্থিরতা অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করে। যার ফলে বিনিয়োগকারীদের সর্তক হয়ে যান।
advertisement
6/8
বাংলাদেশ সূত্রে খবর, বুধবার শেয়ার বাজার খোলার প্রথম ১০ মিনিটের লেনদেনে ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স-এর পতন হয়েছে ৭০.৯৭ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ, ডিএসইএস-এর পতন হয়েছে ১৭.৫৮ পয়েন্ট বা ১.৬১ শতাংশ, ডিএস ৩০ সূচকের পতন হয়েছে ২০.৯১ পয়েন্ট বা ১.১৪ শতাংশ।
advertisement
7/8
এদিকে, চাঙ্গা থেকেছে ভারতের শেয়ার বাজার। এদিন দিনের শুরুতেই সেনসেক্স এবং নিফটি সবুজ সঙ্কেত দেখাতে শুরু করে। সেখান থেকে বিনিয়োগকারীরা সাহসের সঙ্গেই বিনিয়োগ করতে থাকেন। এরপর সকাল ১০ টার পর আরও চাঙ্গা হতে থাকে দালাল স্ট্রিট। অপারেশন সিঁদুরের কোনও প্রভাবই ফেলতে পারেনি ভারতের শেয়ার বাজারে। বরং সেখানে লাভের দিকেই গিয়েছে বাজারের গ্রাফ।
advertisement
8/8
এদিন এক শেয়ার বিশেষজ্ঞ বলেন, ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে বেশ কয়েকদিন ধরেই তারা চিন্তায় ছিলেন। তবে অপারেশন সিঁদুরের জেরে ফের নতুন জোর পেয়েছে ভারতের শেয়ার বাজার। সেখানে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ করেছেন। এমনকি বিদেশী বিনিয়োগও এসেছে ভালই।
বাংলা খবর/ছবি/দেশ/
Operation Sindoor: পাকিস্তানকে তছনছ করে স্ট্রাইক ভারতের! এদিকে প্রবল 'রক্তক্ষরণ' বাংলাদেশের! বুধবার ঢাকায় যা ঘটল, বাংলাদেশ বুঝে গেল ভারতের ক্ষমতা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল