TRENDING:

পেট্রোলের দাম কবে কমবে? জবাবে ভেনেজুয়েলা-ইরান বোঝালেন মন্ত্রী!

Last Updated:
advertisement
1/6
পেট্রোলের দাম কবে কমবে? জবাবে ভেনেজুয়েলা-ইরান বোঝালেন মন্ত্রী!
বেলাগাম জ্বালানীর মূল্য । অপরিশোধিত তেল আমদানি করতে গিয়ে প্রচুর পরিমাণে বাড়তি ডলার গুনছে কেন্দ্র । পেট্রোপণ্যের দাম বাড়ার ফলে বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রেরও দাম । (ছবি: REUTERS)
advertisement
2/6
শনিবারেও অব্যাহত রয়েছে জ্বালানীর দাম বৃদ্ধি । নয়াদিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম গতকালের চেয়ে প্রায় ৩৯ পয়সা বেড়ে হয়েছে ৮০.৩৮ টাকা, মুম্বই শহরে পেট্রোলের দাম ৮৭.৭৭টাকা । কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ৮৩.২৭টাকা ও চেন্নাই শহরে পেট্রোলের দাম ৮৩.৫৪টাকা । প্রত্যেক শহরেই গড়ে ৪০ পয়সা করে বৃদ্ধি পেয়েছে পেট্রোলের দাম ।(ছবি: REUTERS)
advertisement
3/6
একই অবস্থা ডিজেলের । নয়াদিল্লিতে ডিজেলের দাম লিটার প্রতি ৭২.৫১টাকা, মুম্বই-এ ডিজেলের দর ৭৬.৯৮টাকা । কলকাতায় ডিজেলের দাম ৭৫.৩৬টাকা । চেন্নাই-এ শনিবারে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৭৬.৬৪ টাকা। শুক্রবারের চেয়ে প্রায় ৪৭ পয়সার হারে বৃদ্ধি পেয়েছে ডিজেলের দর । (ছবি: REUTERS)
advertisement
4/6
কিন্তু কেন এই হারে বেড়ে চলেছে জ্বালানীর দাম? এইভাবে দাম বাড়তে থাকলে কোথায় গিয়ে ঠেকবে দৈনন্দিন সামগ্রীর দাম? মধ্যবিত্তের অবস্থা ইতিমধ্যেই শোচনীয় । যদিও এই বিষয় নিয়ে মুখ খুলেছেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই পরিস্থিতর জন্য তুরস্ক,ইরান ও ভেনেজুয়েলা মত দেশগুলির রাজনৈতিক অবস্থাকেই দায়ী করেছেন প্রধান । তাঁর মতে ভেনেজুয়েলার অর্থনীতি ভেঙে পড়েছে, ইরানও প্রয়োজনমাফিক তেল রপ্তানি করছে না । অপরিশোধিত তেলের উৎপাদনও বাড়ছে না ও সেই কারণেই এই অবস্থা । (ছবি: REUTERS)
advertisement
5/6
এই সমস্যার সমাধান হতে পারে একমাত্র জিএসটির সাহায্যেই, মত প্রধানের । তিনি জানিয়েছেন কেন্দ্র একধাক্কায় দাম কমাতে পারবে না । পেট্রোল ও ডিজেলের মূল্য জিএসটির আওতায় না থাকার ফলে দেশের অর্থনীতির প্রায় ১,৫০০ কোটি টাকা লোকসান হয় । একমাত্র জিএসটির আওতায় এলেই জ্বালানীর মূল্যবৃদ্ধি আটকানো সম্ভব । (ছবি: সংগৃহীত)
advertisement
6/6
টাকার দাম পতনকেও দায়ী করেছেন প্রধান । তেল রপ্তানিকারক দেশগুলির ভঙ্গুর অর্থনীতি ছাড়াও মার্কিন ডলারের বহুমূল্য হওয়ার জন্য বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম । যদিও অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন টাকার পতন ভারতের সমস্যা নয়,এটি আন্তর্জাতিক সমস্যা । (ছবি: REUTERS)
বাংলা খবর/ছবি/দেশ/
পেট্রোলের দাম কবে কমবে? জবাবে ভেনেজুয়েলা-ইরান বোঝালেন মন্ত্রী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল