Rashtrapati Bhavan: রাষ্ট্রপতি ভবনে রয়েছে ৩৪০টি ঘর! রাইসিনা হিল কোনও রাজপ্রাসাদের থেকে কম নয়
- Published by:Suman Majumder
Last Updated:
Rashtrapati Bhavan: এই রাজপ্রসাদে থাকবেন দেশের ১৫তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনের অন্দরমহল ঘুরে দেখুন।
advertisement
1/7

রাইসিনা হিল অর্থাৎ রাষ্ট্রপতি ভবন ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবন। এটি ১৯৫০ সাল পর্যন্ত ভাইসরয় হাউস নামে পরিচিত ছিল। সেই সময় পর্যন্ত এটি ভারতের তৎকালীন গভর্নর জেনারেলের বাসভবন ছিল। এটি দেশের রাজধানী দিল্লির কেন্দ্রে অবস্থিত। আসুন জেনে নেওয়া যাক ভিতর থেকে কেমন দেখায় রাষ্ট্রপতি ভবন!
advertisement
2/7
ভাইসরয় যে ঘরে থাকতেন, ভারতের বর্তমান রাষ্ট্রপতি সেই কক্ষে থাকেন না। তিনি অতিথি-কক্ষে থাকেন। প্রাসাদটিতে ৩৪০টি কক্ষ রয়েছে। রাষ্ট্রপ্রধানের বাসভবন হিসেবে এটি বিশ্বের সবচেয়ে বড়।
advertisement
3/7
রাষ্ট্রপতি ভবনে কোনও বড় সমারোহ হয় এই হল ঘরে।
advertisement
4/7
মার্বেল হল: ব্রিটিশ স্থপতি স্যার এডউইন ল্যান্ডসিয়ার লুটিয়েন্সকে রাষ্ট্রপতি ভবনের নকশা করার দায়িত্ব দেওয়া হয়েছিল।
advertisement
5/7
ইয়েলো হল: রাষ্ট্রপতি ভবন প্রাচ্য এবং পাশ্চাত্য উভয় শৈলীর মিশ্রণ। সাধারণত এই রুমে ছোট খাটো মিটিং হয়।
advertisement
6/7
নর্থ ড্রয়িং রুম। রাষ্ট্রপতি এখানে বিশেষ অতিথিদের সঙ্গে সাক্ষাত্ করেন ও অভ্যর্থনা জানান।
advertisement
7/7
ব্যাঙ্কোয়েট হলে রাষ্ট্রপতি অতিথিদের সঙ্গে খাওয়া দাওয়া সারেন। বিদেশ থেকে আসা অতিথিদেরও এই ঘরে খাবার পরিবেশন করা হয়।