TRENDING:

OMG News: প্রেগন্যান্ট ১৪ দিনের শিশু! গল্প নয় সত্যি, চোখ কপালে ডাক্তারদের

Last Updated:
OMG News: শিশুটির এই মারাত্মক জটিল অপারেশন বিএইচইউ-এর স্যার সুন্দরলাল হাসপাতালে বিনামূল্যে করা হয়েছে।
advertisement
1/5
OMG News: প্রেগন্যান্ট ১৪ দিনের শিশু! গল্প নয় সত্যি, চোখ কপালে ডাক্তারদের
বারাণসী: পৃথিবীতে রোজই নানা অদ্ভুত ঘটনা ঘটে৷ যা মানুষজনকে বিস্মিত করে দেয়৷ বিজ্ঞান এত উন্নত হয়ে গেলেও সেখানেও আজও বিস্ময়ের অবকাশ থেকেই যায়৷ এরকমই এক আজব ঘটনা ঘটে গেল  উত্তরপ্রদেশের বারাণসীতে৷ অপারেশন করে ১৪ দিন বয়সী এক শিশুর পেট থেকে ৩টি ভ্রূণ বের করেছেন বিএইচইউর চিকিৎসকরা।
advertisement
2/5
তিন ঘণ্টা জটিল অপারেশনের পর  এই সাফল্য পান সাত চিকিৎসকের দল। চিকিৎসকদের মতে, জন্মের সময় শিশুটির ওজন ছিল ৩.৩ কেজি, কিন্তু অপারেশনের পর এখন তার ওজন কমে হয়েছে  ২. ৮ কেজি।
advertisement
3/5
নিউজ 18 লোকালের সঙ্গে কথা বলার সময়, বিএইচইউ-এর ডাঃ শেত কাচ্ছাপ বলেছিলেন যে মাউ জেলার বাসিন্দা এই দম্পতি তাদের ১০ দিনের বাচ্চাকে নিয়ে বিএইচইউতে এসেছিলেন। এই শিশুর ফোলাভাব এবং শ্বাসকষ্ট ছিল। শিশুটির আল্ট্রাসাউন্ড করা হলে তার পেটে ভ্রূণের অস্তিত্ব  ধরা পড়ে। এরপর সিটি স্ক্যান করে সেই তথ্য আরও জোরালো ভাবে সঠিক দেখে নেওয়া হয়৷
advertisement
4/5
৫ লক্ষ শিশুর মধ্যে ১ টিতে এই সমস্যা দেখা দেয় তিন দিন চিকিৎসার পর সোমবার স্যার সুন্দরলাল হাসপাতালের চিকিৎসকরা শিশুটির অস্ত্রোপচার করেন। এ সময় বের করা ভ্রূণগুলো বিভিন্ন পর্যায়ে পাওয়া গেছে। ডক্টর গ্রীষ্মা বলেন, এই রোগটি খুবই অস্বাভাবিক। ৫ লক্ষ শিশুর মধ্যে একজন শিশুর মধ্যে এমন সমস্যা দেখা যায়। মায়ের গর্ভাবস্থায় ভ্রূণ শিশুর পেটে প্রবেশ করে, যার বিকাশ হয় না।
advertisement
5/5
চিকিৎসকদের এই দলটি অপারেশন করেন ডক্টর শেত কচ্ছপ, ডক্টর চেতন, ডক্টর গ্রীষ্মা এবং অ্যানেস্থেশিয়ায় ডক্টর অমৃতা, ডক্টর আভা এবং ডক্টর ঋত্বিক, ডক্টর রুচিরার নেতৃত্বে এই অপারেশনে হয়। শিশুটির এই মারাত্মক জটিল অপারেশন বিএইচইউ-এর স্যার সুন্দরলাল হাসপাতালে বিনামূল্যে করা হয়েছে।
বাংলা খবর/ছবি/দেশ/
OMG News: প্রেগন্যান্ট ১৪ দিনের শিশু! গল্প নয় সত্যি, চোখ কপালে ডাক্তারদের
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল