NRC: ফের এনআরসি নিয়ে সরব মমতা! এই NRC আসলে কী জানেন? NRC আর CAA-এর মধ্যে তফাৎ কী? মোদি সরকারের নিয়ম কী বলছে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
NRC: এনআরসি অর্থাৎ ন্যাশানাল রেজিস্টার অফ সিটিজেনস। এটা হল ভারতীয় নাগরিকদের একটা রেকর্ড। এনআরসি আর সিএএর মধ্য়ে ফারাকটা ঠিক কী?
advertisement
1/9

ফের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চালু করতে চাইছে বলে অভিযোগ করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদ্মশিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী।
advertisement
2/9
সেখানে তিনি লিখেছেন, কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীর কাছে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও অসমের ফরেনার্স ট্রাইবুনাল তাঁকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হেনস্থা করছে। মমতার অভিযোগের পরেই ফের এনআরসি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কিন্তু জানেন কি, এই এনআরসি আসলে কী? কী নিয়ম রয়েছে কেন্দ্রীয় সরকারের?
advertisement
3/9
২০১৯ সালের ১১ ডিসেম্বর পার্লামেন্টে পাশ করা হয়েছিল সিএএ। সিটিজেনশিপ অ্য়ামেন্ডমেন্ট অ্যাক্ট ২০১৯। এখানে বলা হচ্ছে, ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের আগে আশ্রয় নিয়েছিলেন ও ভারতে ৫ বছর থাকলেই তারা এই ভারতের নাগরিকত্বের জন্য় আবেদন করতে পারবেন।
advertisement
4/9
২০১৯ সালের লোকসভা ভোটের মুখেই সিএএ নিয়ে বড় ঘোষণা করা হয়েছিল। ধর্মীয় কারণে যাঁরা ভারতে এসেছিলেন তাঁরা এদেশের নাগরিকত্বের জন্য় আবেদন করতে পারবেন।
advertisement
5/9
এনআরসি( NRC) আসলে কী? এনআরসি অর্থাৎ ন্যাশানাল রেজিস্টার অফ সিটিজেনস। এটা হল ভারতীয় নাগরিকদের একটা রেকর্ড। এনআরসি আর সিএএর মধ্য়ে ফারাকটা ঠিক কী?
advertisement
6/9
সিএএ হল নাগরিকত্ব দেওয়ার আইন। এই আইনের আওতায় নাগরিক হওয়ার জন্য নির্দিষ্ট পোর্টালে আবেদন করতে পারবেন। কারা এই আবেদন করতে পারবেন সেটাও উল্লেখ করা হয়েছে। আর এনআরসি হল অবৈধভাবে যারা ভারতে রয়েছেন তাদের বাদ দিয়ে বৈধ নাগরিকদের নিয়ে তৈরি নথি।
advertisement
7/9
জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি হল ভারতের কোনও রাজ্যে বসবাসকারী প্রকৃত নাগরিকদের খতিয়ান। জাতীয় নাগরিক পঞ্জিতে প্রকৃত ভারতীয়দের নাম নিবন্ধন করা হয় এবং জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়। অসম ছাড়া ভারতের আর কোনও রাজ্যে এখনও পর্যন্ত এনআরসি কার্যকর হয়নি।
advertisement
8/9
সিএএ ও এনআরসি-র মধ্যে আসলে কোনও যোগই নেই। সিএএ হল তিন দেশ থেকে আসা ৬ সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া। ভারতীয় নাগরিকদের উপর এর কোনও প্রভাবই নেই। আর এনআরসি হল প্রকৃত ভারতীয়দের খতিয়ান।
advertisement
9/9
কেন্দ্রীয় সরকার আগে জানিয়েছিল, আধার কার্ড তৈরির জন্য বা ভোটার তালিকায় নাম তোলার জন্য যে পরিচয়পত্র দিতে হয়, এনআরসির জন্য সেগুলিই দিতে হবে। জন্মতারিখ, সাল, জন্মস্থান সংক্রান্ত তথ্যই যথেষ্ট। যদি সেই তথ্য না থাকে, তাহলে আপনার বাবা-মা'র জন্মতারিখ, সাল, জন্মস্থান সংক্রান্ত তথ্য দিতে হবে। তবে আপনার বাবা-মা'র কোনও নথিপত্র জমা দেওয়ার বাধ্যবধকতা নেই। জন্মতারিখ ও জন্মস্থান সংক্রান্ত যে কোনও নথির মাধ্যমেই নাগরিকত্ব প্রমাণ করা যাবে। যদিও এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।