TRENDING:

শুধু বিক্রম নয়, মহাকাশে গায়েব হয়েছিল এই ল্যান্ডারও, খোঁজ মিলেছিল ১১ বছর পর

Last Updated:
ব্রিটেনের মহাকাশযানের ল্যান্ডারের বিষয় জানেন ৷ বিক্রমের মতো সেটিও গায়েব হয়ে যায় মহাকাশ ৷ হদিশ মেলে প্রায় ১১ বছর পর ৷
advertisement
1/5
শুধু বিক্রম নয়, মহাকাশে গায়েব হয়েছিল এই ল্যান্ডারও, খোঁজ মিলেছিল ১১ বছর পর
লক্ষ লক্ষ কিলোমিটার যাত্রা করার পর চাঁদের থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে যায় ৷ কিন্তু রবিবারই অরবিটরের তোলা থার্মাল ইমেজে জানা গিয়েছিল, চাঁদের বুকেই রয়েছে চন্দ্রযান ২ এর ল্যান্ডার বিক্রম। সোমবার জানা যায়, অক্ষত অবস্থাতেই চাঁদের জমিতে আছে বিক্রম। কীভাবে চাঁদের জমিতে নেমেছে বিক্রম, তা এখনও স্পষ্ট নয়। তবে, বিক্রমের কোনও ক্ষতি হয়নি। সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে ইসরো। তবে পরিকল্পনা মতো বিক্রম কাজ শুরু করতে পারবে কিনা, তা স্পষ্ট নয় এখনও। তবে বিক্রমের খোঁজ মেলায় নতুন করে আশায় ইসরো।
advertisement
2/5
দেশজুড়ে এখন সবার মনে একটাই প্রশ্ন ৷ ফের কী যোগাযোগ করা যাবে বিক্রমের সঙ্গে ৷ ইসরোর তরফে সমস্ত রকমের প্রচেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ তবে জানেন কী এটাই প্রথম নয় ৷ বিক্রমের আগেও মহাকাশে গায়েব হয়ে গিয়েছিল ল্যান্ডার ৷ তবে আশ্চর্যের বিষয় হচ্ছে কয়েক বছর পর মিলেছিল হদিশ ৷ ব্রিটেনের মহাকাশযানের ল্যান্ডারের বিষয় জানেন ৷ বিক্রমের মতো সেটিও গায়েব হয়ে যায় মহাকাশ ৷ হদিশ মেলে প্রায় ১১ বছর পর ৷
advertisement
3/5
২০০৩ সালে ব্রিটেনের মার্স মিশনের জন্য মার্স ল্যান্ডার বিগেল ২ লঞ্চ করা হয়েছিল ৷ মিশন লঞ্চ হওয়ার পর ২৫ ডিসেম্বর ২০০৩ সালে মঙ্গলে ল্যান্ড করার কথা ছিল ৷ কিন্তু সেই দিন থেকেই বিগেল ২ এর সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে যায় ৷ এবং একাধিকবার চেষ্টা করার পরও সম্পর্ক স্থাপন করা সম্ভব হয়নি ৷
advertisement
4/5
প্রায় ১১ বছর পর নাসার একটি অরবিটার মার্সের কক্ষপথে ঘুরছিল ৷ সেই অরবিটার তার High Resolution ক্যামেরা দিয়ে বিগেল ২ এর বেশ কিছু ছবি পাঠিয়েছিল ৷ এই ছবি থেকে জানা যায় যে ওই ল্যান্ডারের যেখানে ল্যান্ড হওয়ার কথা ছিল সেখান থেকে প্রায় ৪.৮ কিলোমিটার দূরে পড়ে রয়েছে ৷
advertisement
5/5
জানা যায় যে অরবিটার থেকে সফল ভাবে আলাদা হওয়ার পর ল্যান্ডার মঙ্গলে সফলভাবে ল্যান্ডিং করেছিল ৷ কিন্তু কোনও অজ্ঞাত কারণে ল্যান্ডিংয়ের সময় সোলার প্যানেল ফেল করায় রেডিও অ্যান্টেনা ব্লক হয়ে যায় ৷ এর জেরে বিগেল ২ এর সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে যায় ৷
বাংলা খবর/ছবি/দেশ/
শুধু বিক্রম নয়, মহাকাশে গায়েব হয়েছিল এই ল্যান্ডারও, খোঁজ মিলেছিল ১১ বছর পর
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল