TRENDING:

North Sikkim Update: সিকিমে প্রতি মুহূর্তে আতঙ্কের পল গুনছেন, প্রাণ নিয়ে ফিরলেন ৩৫ জন, আর বাকিদের কী হাল

Last Updated:
North Sikkim Update: মৃত্যুর ছায়া ঘুরছে প্রতি পায়ে, এর মধ্যে প্রাণ নিয়ে ফিরলেন কিছু সেনা ও সাধারণ মানুষ...
advertisement
1/6
সিকিমে প্রতি মুহূর্তে আতঙ্কের পল গুনছেন, প্রাণ নিয়ে ফিরলেন ৩৫ জন, আর বাকিদের কী হাল
নর্থ সিকিমের ছোতেন সেনা ছাউনিতে ধসে আহত সেনা জওয়ানদের উড়িয়ে আনা হল প্যাকিয়ং বিমানবন্দরে। দুটি হেলিকপ্টারে আনা হয়। সঙ্গে ওই এলাকায় কিছু পর্যটককেও উড়িয়ে আনা হয়। সবমিলিয়ে ৩৪ জনকে উড়িয়ে আনা হয়।
advertisement
2/6
এর আগে সিকিমের লাচেন জেলার চাতেং এলাকায় ভূমিধসের কবলে সেনা শিবির উদ্ধার কার্জ চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী, উদ্ধার দুই সেনা কর্মী হাবিলদার লখবিন্দার সিং, লায়ন্স নায়েক মুনিশ ঠাকুর-সহ এক মালবাহকের মৃতদেহ।
advertisement
3/6
রবিবার সন্ধ্যা আনুমানিক ৭:০০ টায়, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট এক ভয়াবহ ভূমিধস এর কবলে পরে লাচেন জেলার চাতেনে এলাকায় ভারতীয় সেনাবাহিনীর শিবিরটি।। ভারতীয় সেনাবাহিনী সদস্যরা প্রতিকূলতার মুখে পরেও দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
advertisement
4/6
চোখ রাঙাচ্ছে তিস্তা। অবিরাম বৃষ্টির কারণে সিকিমের বিভিন্ন এলাকার রাস্তায় নেমেছে ধস। বিভিন্ন জনপ্রিয় পর্যটন স্থান গুলি পৌঁছানোর রাস্তা গুলি বন্ধ করছে প্রশাসন। পর্যটকদের না যাওয়ার নির্দেশ দিচ্ছে সিকিম প্রশাসন।সিকিমে প্রবল বৃষ্টিপাতের মধ্যে তিস্তা নদীর স্রোতে ভেসে গেল সঙ্কলং সেতু৷
advertisement
5/6
এছাড়াও ভুটান এবং উত্তরপূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের অন্যতম এশিয়ান হাইওয়ে ৪৮ নম্বরের ওপর অবস্থিত গেরগেন্ডা সেতুর মুখের অংশটি জলের তোরে ধসে যাওয়ায় শনিবার রাত থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল, বিকল্প পথ দিয়ে রবিবার ভুটান এবং উত্তরপূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ।
advertisement
6/6
এই ভূমিধসে নিখোঁজ ছয় কর্মীকে খুঁজে বের করতে উদ্ধারকারী দলগুলি অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে।
বাংলা খবর/ছবি/দেশ/
North Sikkim Update: সিকিমে প্রতি মুহূর্তে আতঙ্কের পল গুনছেন, প্রাণ নিয়ে ফিরলেন ৩৫ জন, আর বাকিদের কী হাল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল