TRENDING:

Rail: পুজোর মুখেই পদাতিক এক্সপ্রেসের সময় বদল! উত্তরবঙ্গগামী অন্যান্য ট্রেনেরও সময় পরিবর্তন, রইল নয়া টাইমটেবিল

Last Updated:
Rail: দার্জিলিং মেল না পেলে পদাতিক এক্সপ্রেস। বাঙালির পছন্দের তালিকায় এই ট্রেন রয়েছে। পাহাড় বা জঙ্গল বেড়াতে গেলে এই ট্রেন সবসময়ের জন্য পছন্দের। সেই ট্রেনের গতিপথ বাড়তে চলেছে। এই ট্রেন এবার দৌড়বে ইলেকট্রিক ইঞ্জিনে।
advertisement
1/12
পদাতিক এক্সপ্রেসের সময় বদল! উত্তরবঙ্গগামী অন্যান্য ট্রেনের সময় পরিবর্তন, বড় খবর
*দার্জিলিং মেল না পেলে পদাতিক এক্সপ্রেস। বাঙালির পছন্দের তালিকায় এই ট্রেন রয়েছে। পাহাড় বা জঙ্গল বেড়াতে গেলে এই ট্রেন সবসময়ের জন্য পছন্দের। এবার সেই ট্রেনের গতিপথ বাড়তে চলেছে। কারণ এই ট্রেন এবার দৌড়বে ইলেকট্রিক ইঞ্জিনে। সংগৃহীত ছবি। 
advertisement
2/12
*আপ পদাতিক এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে সকাল ৯ঃ১৫ মিনিটে ঢুকে ৯ঃ৩০ মিনিটে ছাড়ত। একই সময়ে ঢুকলেও এখন থেকে পাঁচ মিনিট আগে ৯ঃ২৫ মিনিটে ঢুকবে। এরপর জলপাইগুড়ি রোড থেকে ১০ঃ০৮, মাথাভাঙা থেকে ১১ঃ০১ এবং নিউ কোচবিহার থেকে ১১ঃ৩২ মিনিটে ছাড়বে। প্রতিটি স্টেশনেই ট্রেনের সময় কয়েক মিনিট করে এগিয়ে এসেছে। সংগৃহীত ছবি। 
advertisement
3/12
*ডাউন পদাতিক এক্সপ্রেসের সময় বদলাচ্ছে কিষাণগঞ্জ, ডালখোলা, সামসি স্টেশনে। সময় এগিয়ে এই তিন স্টেশন থেকে ট্রেন ছাড়বে রাত ৯ঃ৪২, ১০ঃ১০ এবং ১১ঃ২৭ মিনিটে। রেল জানিয়েছে, আপ ও ডাউন পদাতিক এক্সপ্রেসের সময়ে বদল রয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
4/12
*শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস এখন থেকে সম্পূর্ণ বৈদ্যুতিক সংযোগে চলবে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত। উত্তরবঙ্গের কিছু জনপ্রিয় ট্রেনের সময় পরিবর্তন। পূর্ব ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে জানানো হয়েছে যৌথ ভাবে সময় বদল হয়েছে। সংগৃহীত ছবি। 
advertisement
5/12
*রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে, ১২৩৭৭/১২৩৭৮ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস সম্পূর্ণ বৈদ্যুতিক সংযোগে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত চলবে। ২২৫০৪/২২৫০৩ ডিব্রুগড়-কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসের ট্র্যাকশন পরিবর্তন নিউ কুচবিহার এবং ১৫৬২০/১৫৬১৯ কামাখ্যা-গয়া-কামাখ্যা এক্সপ্রেসের ট্র্যাকশন পরিবর্তন নিউ বঙাইগাঁও হবে। সংগৃহীত ছবি। 
advertisement
6/12
*কাটিহার, আলিপুরদুয়ার এবং রংিয়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে উক্ত ট্রেনগুলির সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ১২৩৭৭ শিয়ালদহ–নিউ-আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস (যাত্রা শুরু ২৬.০৯.২০২৪ থেকে) স্টেশন আগের সময় (আগমন/প্রস্থান) নতুন সময় (আগমন/প্রস্থান)। সংগৃহীত ছবি। 
advertisement
7/12
*নিউ জলপাইগুড়ি ০৯:১৫ / ০৯:৩০, ০৯:১৫ / ০৯:২৫। জলপাইগুড়ি রোড ১০:১৪ / ১০:১৬, ১০:০৬ / ১০:০৮। মাথাভাঙ্গা ১১:০৭ / ১১:০৯, ১০:৫৯ / ১১:০১। নিউ কোচবিহার ১১:৩৮ / ১১:৪০, ১১:৩০ / ১১:৩২। সংগৃহীত ছবি। 
advertisement
8/12
*১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস (যাত্রা শুরু ২৭.০৯.২০২৪ থেকে) স্টেশন আগের সময় (আগমন/প্রস্থান) নতুন সময় (আগমন/প্রস্থাণ) কিষানগঞ্জ ২১:৪৫ / ২১:৪৭, ২১:৪০ / ২১:৪২। ডালখোলা ২২:২৩ / ২২:২৫, ২২:০৮ / ২২:১০। সামসি ২৩:৪০ / ২৩:৪২, ২৩:২৫ / ২৩:২৭। সংগৃহীত ছবি। 
advertisement
9/12
*২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস (যাত্রা শুরু ২৮.০৯.২০২৪ থেকে) স্টেশন আগের সময় (আগমন/প্রস্থাণ) নতুন সময় (আগমন/প্রস্থান) নিউ বঙ্গাইগাঁও ১০:৩০ / ১০:৩৫, ১০:০৫ / ১০:১০। কোকরাঝাড় ১১:০০ / ১১:০২,১০:৩৫ / ১০:৩৭। নিউ আলিপুরদুয়ার ১১:৫০ / ১১:৫৫, ১১:৩০ / ১১:৩৫। সংগৃহীত ছবি। 
advertisement
10/12
*২২৫০৩ কন্যাকুমারী–ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস (যাত্রা শুরু ২৬.০৯.২০২৪ থেকে) স্টেশন আগের সময় (আগমন/প্রস্থান) নতুন সময় (আগমন/প্রস্থান) নিউ জলপাইগুড়ি ০০:০৫ / ০০:১৫, ২৩:৫৫ / ০০:০৫। জলপাইগুড়ি রোড ০১:০০ / ০১:০২, ০০:৩২ / ০০:৩৪। মাথাভাঙ্গা ০১:৫০ / ০১:৫২, ০১:৩০ / ০১:৩২। সংগৃহীত ছবি। 
advertisement
11/12
*১৫৬২০ কামাখ্যা–গয়া এক্সপ্রেস (যাত্রা শুরু ৩০.০৯.২০২৪ থেকে) স্টেশন আগের সময় (আগমন/প্রস্থাণ) নতুন সময় (আগমন/প্রস্থান) নিউ আলিপুরদুয়ার ১১:১৫ / ১১:২০, ১১:৩০ / ১১:৩৫। সংগৃহীত ছবি। 
advertisement
12/12
*১৫৬১৯ গয়া–কামাখ্যা এক্সপ্রেস (যাত্রা শুরু ০১.১০.২০২৪ থেকে) স্টেশন আগের সময় (আগমন/প্রস্থান) নতুন সময় (আগমন/প্রস্থান) নিউ আলিপুরদুয়ার ০৫:৫৫ / ০৬:০০, ০৫:৪৫ / ০৫:৫০। কোকরাঝাড় ০৬:৫৮ / ০৭:০০, ০৬:৪৫ / ০৬:৪৭। উক্ত ট্রেনগুলির অন্যান্য স্টেশনের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে রেল। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/দেশ/
Rail: পুজোর মুখেই পদাতিক এক্সপ্রেসের সময় বদল! উত্তরবঙ্গগামী অন্যান্য ট্রেনেরও সময় পরিবর্তন, রইল নয়া টাইমটেবিল
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল