ট্রাম্প দম্পতিকে যে গাইড তাজমহল দেখালেন, তিনিও কিন্তু সেলেব! চিনে নিন...
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
ট্রাম্প দম্পতি যতক্ষণ তাজমহল ঘুরেছেন, তাঁদের সঙ্গ দিয়েছেন সেই গাইড৷ ভিডিও-তে দেখা যাচ্ছিল, ওই গাইডের কথা মন দিয়ে শুনছেন ট্রাম্প দম্পতি৷
advertisement
1/7

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প আজ অর্থাত্ সোমবার বিকেলে প্রায় গোটা তাজমহল ঘুরে দেখেছেন৷ সঙ্গে ছিলেন গাইড৷
advertisement
2/7
ট্রাম্প দম্পতি যতক্ষণ তাজমহল ঘুরেছেন, তাঁদের সঙ্গ দিয়েছেন সেই গাইড৷ ভিডিও-তে দেখা যাচ্ছিল, ওই গাইডের কথা মন দিয়ে শুনছেন ট্রাম্প দম্পতি৷
advertisement
3/7
ওই গাইড-ও আসলে সেলেব্রিটি৷ যাকে বলে, সেলেব গাইড৷ নাম নীতিন কুমার সিং৷ হলিউড তারকাদেরও তিনি তাজমহল ঘুরিয়ে দেখান৷
advertisement
4/7
শুধু ট্রাম্প নয়, বিশ্বের তাবড় ব্যক্তিত্বরা ভারতে এসে তাজমহল দেখতে গেলে, নীতিনের উপরেই দায়িত্ব পড়ে তাঁদের ঘুরিয়ে দেখানোর৷ তাজমহলের ইতিহাস বোঝানো৷
advertisement
5/7
ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো থেকে শুরু করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷
advertisement
6/7
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতাইয়াহুকেও তাজমহল ঘুরিয়ে দেখানোর দায়িত্বে ছিলেন নীতিন৷
advertisement
7/7
নীতিন সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বড় ভক্ত৷ নিজেকে মোদির পরিশ্রমের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য দিনরাত উদ্বুদ্ধ করেন৷