Nirmala Sitharaman: কোনও রাজনৈতিক নেতার ভিড় নয়! ঘরোয়া অনুষ্ঠানে মেয়ের বিয়ে দিলেন নির্মলা সীতারামণ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
২০১৯ সালের সেপ্টেম্বরে মেয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন নির্মলা৷ ছবির ক্যাপশনে লিখেছিলেন, প্রকালা শুধু তাঁর মেয়েই নয়, তাঁর ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড৷
advertisement
1/5

বেঙ্গালুরু: বিয়ে হয়ে গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কন্যা প্রকালা বঙ্গাময়ীর৷ কোনও জাঁকজমক ছাড়াই অত্যন্ত সাধারণ ভাবে বেঙ্গালুরুতে পালিত হল অনুষ্ঠান৷
advertisement
2/5
দক্ষিণী মতে ব্রাহ্মণ রীতি মেনে মেয়ে প্রকালা ও প্রতীকের বিয়ে দিলেন নির্মলা৷ কনের পরনে ছিল গোলাপি রঙের শাড়ি৷ সঙ্গে ম্যাচিংসবুজ রঙের সিল্কের ব্লাউজ৷ কনের সাজসজ্জাও ছিল একেবারেই সাবেকি৷ বর প্রতীকের পরনে ছিল সাদা পঞ্চ এবং শাল৷
advertisement
3/5
কনের মা নির্মলা সীতারামণ পরেছিলেন লাল পাড় রয়্যাল ব্লু রিগাল মোলাকালপুরু শাড়ি৷ কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্ত্বেও নির্মলা কন্যার বিবাহ অনুষ্ঠানে দেখা যায়নি কোনও হেভিওয়েট রাজনৈতিক নেতাকে৷
advertisement
4/5
নির্মলা কন্যা প্রকালা বঙ্গময়ী একজন প্রতিষ্ঠিত ফিচার রাইটার, তথা সাংবাদিক৷ দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর৷ তারপরে নর্থ ওয়ের্স্টার্ন বিশ্ববিদ্যালয়ের মেডিল স্কুল থেকে সাংবাদিকতায় এমএস৷
advertisement
5/5
২০১৯ সালের সেপ্টেম্বরে মেয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন নির্মলা৷ ছবির ক্যাপশনে লিখেছিলেন, প্রকালা শুধু তাঁর মেয়েই নয়, তাঁর ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড৷