TRENDING:

কীভাবে আছড়ে পড়ল ল্যান্ডার বিক্রম ? সামনে এল নতুন তথ্য

Last Updated:
নতুন তথ্য জানা যায় ৩৩৫ মিটার উপর থেকে ভেঙে পড়ে ৷ ইসরোর মিশন অপারেশন কমপ্লেক্স (MOX) এর স্ক্রিনের ছবিতে এই বিষয়টি জানা গিয়েছে ৷
advertisement
1/4
কীভাবে আছড়ে পড়ল ল্যান্ডার বিক্রম ? সামনে এল নতুন তথ্য
ইসরোর মুন মিশন চন্দ্রযান ২ নিয়ে সামনে এল নতুন তথ্য ৷ শনিবার জানা যায় ল্যান্ডার বিক্রমের ইসরোর কন্ট্রোল রুমের সঙ্গে চাঁদের মাত্র ২১০০ মিটার ওপরে থাকার সময় যোগাযোগ হারিয়ে যায়। নতুন তথ্য জানা যায় ৩৩৫ মিটার উপর থেকে ভেঙে পড়ে ৷ ইসরোর মিশন অপারেশন কমপ্লেক্স (MOX) এর স্ক্রিনের ছবিতে এই বিষয়টি জানা গিয়েছে ৷
advertisement
2/4
যেই সময় চন্দ্রযান ২ এর বিক্রম ল্যান্ড করছিল তার ডিটেল ইসরোর MOX এর একটি গ্রাফের দেখা গিয়েছে ৷ গ্রাফের লাল রেখাতে ল্যান্ডার বিক্রমের গতি দেখা গিয়েছে ৷ এই রেখাটি ল্যান্ডার বিক্রমের জন্য বিজ্ঞানীদের মাধ্যমে তৈরি পূর্ব নির্ধারিত পথ ৷ বিক্রমের রিয়েল টাইমের পথ সবুজ রঙের রেখাতে দেখা গিয়েছে ৷
advertisement
3/4
সব কিছু ঠিকই চলছিল ৷ সেই সময় চাঁদের ৪.২ কিলোমিটার উপর থেকে ল্যান্ডার বিক্রম তার পূর্ব নির্ধারিত পথ থেকে পথভ্রষ্ট হয়ে যায় ৷ ৪০০ মিটার উচ্চতায় থাকার সময় বিক্রমের গতি প্রায় সেই জায়গায় পৌঁছে গিয়েছিল যে স্পিড সফ্ট ল্যান্ডিংয়ের জন্য দরকার ছিল ৷
advertisement
4/4
MOX স্ক্রিনের গ্রাফে দেখা গিয়েছে বিক্রম ৪০০ মিটার থেকে ১০ মিটারের উচ্চতায় ১ বা ২ মিটার প্রতি সেকেন্ডের গতিতে নীচে আনা হত ৷ এবং শেষে গতি জিরো করে সফ্ট ল্যান্ডিয়ের পরিকল্পনা ছিল ৷ কিন্তু ১৩ মিনিটে স্ক্রিনে সবুজ দাগের সঙ্গে সব কিছু আটকে যায় ৷ সেই সময় ল্যান্ডার চাঁদের মাটি থেকে ৩৩৫ মিটার উচ্চতায় ছিল ৷
বাংলা খবর/ছবি/দেশ/
কীভাবে আছড়ে পড়ল ল্যান্ডার বিক্রম ? সামনে এল নতুন তথ্য
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল