TRENDING:

শত্রুর গুলিও অকেজো হবে, সেনাদের সুরক্ষায় তৈরি 'ভাবা কবচ'

Last Updated:
নতুন এই জ্যাকেটের নাম দেওয়া হয়েছে 'ভাভা কবচ'৷ হায়দ্রাবাদের মিশ্র ধাতু নিগম (MIDHANI)-তে এই জ্যাকেটগুলির উৎপাদন করা হচ্ছে৷
advertisement
1/6
শত্রুর গুলিও অকেজো হবে, সেনাদের সুরক্ষায় তৈরি 'ভাবা কবচ'
লাদাখ সীমান্তে ক্রমেই বাড়ছে উত্তেজনা৷ এই পরিস্থিতিতে সেনা জওয়ানদের সুরক্ষায় নতুন বুলেট প্রুফ জ্যাকেটের ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার৷ ভাবা অ্যাটোমিক রিসার্চ ইনস্টিটিউট এই বুলেট প্রুফ জ্যাকেটগুলি তৈরি করেছে৷
advertisement
2/6
নতুন এই জ্যাকেটের নাম দেওয়া হয়েছে 'ভাভা কবচ'৷ হায়দ্রাবাদের মিশ্র ধাতু নিগম (MIDHANI)-তে এই জ্যাকেটগুলির উৎপাদন করা হচ্ছে৷ দ্য টাইমস অফ ইন্ডিয়া-য় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বুলেট প্রুফ জ্যাকেট ছাড়াও বাহিনীর নিরাপত্তায় বুলেট প্রুফ যানও তৈরি করা হচ্ছে মিধানি-তে৷
advertisement
3/6
নতুন এই জ্যাকেটিগুলি আন্তর্জাতিক মানের হবে বলেই দাবি করা হচ্ছে৷ একে ৪৭-এর গুলিও এই জ্যাকেট ভেদ করে ঢুকতে পারবে না বলেই জানানো হয়েছে৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে কয়েকশো নতুন জ্যাকেট সরবরাহ করা হয়েছ৷
advertisement
4/6
মিধানি-র চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় ঝা জানিয়েছেন, বেশি সংখ্যায় জ্যাকেট উৎপাদনের প্রযুক্তি তাদের হাতে রয়েছে৷ পাশাপাশি আন্তর্জাতিক স্তরে এই ধরনের জ্যাকেট উৎপাদনের ক্ষেত্রে নতুন যে যে প্রযুক্তি আসবে, সেই অনুযায়ী জ্যাকেটের মান উন্নত করা হবে৷
advertisement
5/6
ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন পেয়েছে এই বুলেট প্রুফ জ্যাকেটগুলি৷ পাশাপাশি BIS VI মানদণ্ডও পাশ করেছে জ্যাকেটগুলি৷
advertisement
6/6
মিধানিতে যে বুলেট প্রুফ যান তৈরি হচ্ছে, তাতেও একাধিক বৈশিষ্ট্য থাকছে৷ যেমন গাড়ির চাকায় গুলি লাগলেও সেটি অন্তত ১০০ কিলোমিটার যেতে পারবে৷ প্রতীকী ছবি৷
বাংলা খবর/ছবি/দেশ/
শত্রুর গুলিও অকেজো হবে, সেনাদের সুরক্ষায় তৈরি 'ভাবা কবচ'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল