TRENDING:

নেপালেই জন্মেছেন রাম! দাবিতে অনড় নেপালের প্রধানমন্ত্রী, মন্দির তৈরির নির্দেশ

Last Updated:
যদিও নেপালেই আসল রাম জন্মভূমি রয়েছে বলে ওলির এই দাবি মানতে নারাজ সেদেশেরই রাজনৈতিক নেতারা৷
advertisement
1/6
নেপালেই জন্মেছেন রাম! দাবিতে অনড় নেপালের প্রধানমন্ত্রী, মন্দির তৈরির নির্দেশ
রাম জন্মভূমি নেপালেই৷ নিজের বিতর্কিত দাবি নিয়ে ফের সরব হলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি৷ শুধু তাই নয়, ইতিমধ্যেই নেপালের চিতবন জেলায় রাম মন্দির তৈরির তোড়জোড়ও শুরু করেছেন তিনি৷
advertisement
2/6
ওলির দাবি অনুযায়ী, ভারতের অযোধ্যা নয়৷ চিতবন জেলার মাডি পুরসভা এলাকার অযোধ্যাপুরীতেই জন্মেছিলেন শ্রী রাম৷ শনিবার সেখানকার সরকারি আধিকারিকদের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ আলোচনা করেন নেপালের প্রধানমন্ত্রী৷
advertisement
3/6
নেপালের সংবাদপত্র হিমালয়ন টাইমস-এর খবর অনুযায়ী, অযোধ্যাপুরীতে রাম, লক্ষ্মণ এবং সীতার মূর্তি বসানোর নির্দেশ দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী৷ স্থানীয় জনপ্রতিনিধিদের বিরাট মাপের মন্দির তৈরির জন্য প্রস্তাব জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে নেপাল সরকার৷ পাশাপাশি নেপালের অযোধ্যাপুরীকেই আসল অযোধ্যা হিসেবে প্রচার করা এবং তুলে ধরার জন্যও নির্দেশ দিয়েছেন তিনি৷
advertisement
4/6
নেপালের ওই সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, আলোচনা করার সময় আত্মবিশ্বাসী নেপালের প্রধানমন্ত্রী দাবি করেন যে শ্রী রামচন্দ্রের জন্ম যে নেপালে হয়েছিল, তার কাছে সেই প্রমাণ রয়েছে৷ ভারতের অযোধ্যায় যে রাম জন্মাননি, তা তিনি প্রমাণ করে দেবেন৷
advertisement
5/6
অযোধ্যাপুরীকে কীভাবে আসল রাম জন্মভূমি হিসেবে দাবি করে আরও সাজিয়ে তোলা যায়, সে বিষয়ে আলোচনা করতে ওই এলাকার সরকারি আধিকারিকদের কাঠমান্ডুতে ডেকে পাঠিয়েছেন ওলি৷
advertisement
6/6
যদিও নেপালেই আসল রাম জন্মভূমি বলে ওলির এই দাবি মানতে নারাজ সেদেশেরই রাজনৈতিক নেতারা৷ প্রাক্তন প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই ওলির সমালোচনা করে বলেছেন, 'ওলির বয়ান সমস্ত সীমা পার করে ফেলেছে৷ চূড়ান্ত কোনও অবস্থান নিয়ে ফেললে শুধুমাত্র ঝামেলারই সৃষ্টি হবে৷' নেপালের বিরোধী রাজনৈতিক দলগুলির অনেক শীর্ষ নেতাই ওলির এই দাবিকে অনর্থক বলে সমালোচনা করেন৷
বাংলা খবর/ছবি/দেশ/
নেপালেই জন্মেছেন রাম! দাবিতে অনড় নেপালের প্রধানমন্ত্রী, মন্দির তৈরির নির্দেশ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল