২ হাজার টাকার মাইনে থেকে ৪০০ কোটি টাকার সাম্রাজ্যের মালিক! বিহার নির্বাচনের প্রার্থী নীরাজ সিং-য়ের কাহিনী হার মানাবে সিনেমাকেও
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এক দরিদ্র পরিবার থেকে উঠে আসা নিরাপত্তারক্ষীর কাজ করে ২ হাজার টাকা আয় করা নীরাজ এখন ৪০০ কোটি টাকার সাম্রাজ্যের মালিক। সিনেমা নয় বাস্তবের ঘটনা।
advertisement
1/5

বিহার নির্বাচন ঘিরে একের পর এক চমক সামনে আসছে। জন সুরজ পার্টির প্রার্থীর নীরাজ সিং-কে নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। এক দরিদ্র পরিবার থেকে উঠে আসা নিরাপত্তারক্ষীর কাজ করে ২ হাজার টাকা আয় করা নীরাজ এখন ৪০০ কোটি টাকার সাম্রাজ্যের মালিক। সিনেমা নয় বাস্তবের ঘটনা।
advertisement
2/5
ছোটবেলা থেকেই দারিদ্রের সঙ্গে লড়াই করতে করতে মাধ্যমিক পাশ করার পর মাত্র ১৩ বছর বয়সে গ্রামে গ্রামে পেট্রল ও ডিজেল বিক্রি করতেন তিনি। এরপরে তিনি দিল্লি চলে যান। সেখানে তিনি নিরাপত্তারক্ষী হিসাবে কাজ শুরু করেন।
advertisement
3/5
এরপরে দিল্লি থেকে পুণেতে চলে যান তিনি। কর্মনিষ্ঠা এবং অধ্যবসায়ের জোরে মানবসম্পদ বিভাগে কাজ পান তিনি।২০১০ থেকে ভাগ্য বদলাতে শুরু করে তাঁর। নিজের উদ্যোগে শস্য ব্যবসা শুরু করেন তিনি। তখন থেকেই ব্যবসায়িক সাফল্যের যাত্রা শুরু হয় তাঁর। অল্প সময়েই ব্যবসা ফুলে-ফেঁপে ওঠে তাঁর। সেই সময়েই তিনি প্রতিষ্ঠা করেন ঊষা ইন্ডাস্ট্রিজ।
advertisement
4/5
ইট, ব্লক, টাইলস এবং বিভিন্ন নির্মাণসামগ্রী তৈরি করে। বর্তমানে তাঁর কোম্পানি সড়ক নির্মাণ প্রকল্পেও কাজ করছে। এছাড়াও, তিনি একটি পেট্রোল পাম্পও চালু করেছেন।
advertisement
5/5
নীরাজ সিং এখন জন সুরজ পার্টির প্রার্থী হিসাবে শেওহর বিধানসভা থেকে নির্বাচন লড়ছেন। শুক্রবার তিনি মনোনয়নপত্র জমা দেবেন। নির্বাচনের আগে তিনি বলেন, "সত্যিকারের রাজনীতি মানুষের জীবন বদলে দিতে পারে। বিহারে সবকিছু আছে শুধু প্রয়োজন ইচ্ছাশক্তি আর সঠিক দিকনির্দেশনা।"