এই প্রথম করোনার হানা লাক্ষাদ্বীপে! যোগাযোগ বিচ্ছিন্ন রাখার নির্দেশ প্রশাসনের
- Published by:Somosree Das
- news18 bangla
Last Updated:
লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ ছিল কোভিডমুক্ত অঞ্চল। তবে গতকাল সোমবার করোনার প্রথম সংক্রমণের খবর পাওয়া যায়, একজন ব্যক্তির দেহে মিলেছে ওই মারণ ভাইরাসটি।
advertisement
1/5

এ বার করোনার হানা লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জে। ভারতের একমাত্র স্থান যেখানে এত দিন পর্যন্ত কোনও করোনার সংক্রমণের খবর পাওয়া যায়নি, লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ ছিল কোভিডমুক্ত অঞ্চল। তবে গতকাল সোমবার করোনার প্রথম সংক্রমণের খবর পাওয়া যায়, একজন ব্যক্তির দেহে মিলেছে ওই মারণ ভাইরাসটি।
advertisement
2/5
একটি সংবাদ সংস্থার সূত্র অনুযায়ী, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের কর্মরত কোভিডে আক্রান্ত ব্যক্তি ৩ জানুয়ারি কোচি থেকে জাহাজে করে লাক্ষাদ্বীপের কোভারত্তির উদ্দ্যেশে রওনা দিয়েছিল। তবে ওই ব্যাক্তি এলাকার স্থানীয় বাসিন্দা নয়। এই বিষয়টি নজরে আসে দু’সপ্তাহ পরেই, যখন লাক্ষাদ্বীপ প্রশাসন কোচি ফেরত যাত্রীদের জন্য কোভিড নির্দেশিকা তুলে নিয়ছিল।
advertisement
3/5
করোনার সংক্রমণ রুখতে ওই রাজ্যের সরকার কোভিডে আক্রান্ত ব্যাক্তির নিকটস্থ সকলকেই কোয়ার্যা ন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে। এ ছাড়াও অন্য কোনও ব্যাক্তির শারীরিক সমস্যা হলে তাঁকে করোনার পরীক্ষা করানোর কথা বলা হয়েছে। ব্যাক্তির সংস্পর্শে আসা প্রাথমিক যোগাযোগের নমুনা গুলিকে ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়েছে।
advertisement
4/5
আজ মঙ্গলবার থেকে লাক্ষাদ্বীপ প্রশাসন দ্বীপ গুলোর মধ্যে জাহাজ চলাচল স্থগিত রেখেছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। সব ধরণের যোগাযোগ আপাতত বন্ধ রেখেছে সরকার।
advertisement
5/5
কিছু দিন আগে লাক্ষাদ্বীপ প্রশাসন জানিয়েছিল, যদি কেউ এই দ্বীপ গুলি ভ্রমণ করতে চায়, তাহলে তাঁকে ভ্রমনের ৪৮ ঘণ্টা আগে করোনার রিপোর্ট করাতে হবে। পরীক্ষার ফল নেতিবাচক এলে তবেই কোনও ব্যাক্তি এখানে আসতে পারবেন।