মাথা আলাদা, ধড় আলাদা...! ড্রাম কেটে সৌরভের ১৫ টুকরো দেহ বের করতেই ঘণ্টার পর ঘণ্টা, ময়নাতদন্তে যা হল! শিউরে উঠবেন
- Published by:Tias Banerjee
Last Updated:
Meerut Murder Case Update: দেহ লোপাট করতে ব্যবহার করা হয়েছিল ড্রাম, ছুরি, সিমেন্ট ও বালি। পুরো বিষয়টি শুনলে যে কেউ চমকে যাবেন। এটি এক হত্যাকাণ্ডের গল্প, যেখানে দেহ লুকোনো ছিল এক ড্রামের মধ্যে।
advertisement
1/9

মেরঠের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের খুনের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে৷ স্ত্রী মুসকান রাস্তোগির জন্যই নিজের পরিবারের থেকে আলাদা হয়ে গিয়েছিল সৌরভ।
advertisement
2/9
প্রেমিক সাহিলের সঙ্গে মিলে সৌরভকে নৃশংস ভাবে খুন করে দেহ পনেরো টুকরো করে একটি ড্রামে ভরে রেখে মানালিতে ঘুরতে চলে গিয়েছিল দু'জনে৷
advertisement
3/9
মেরঠের সৌরভ হত্যাকাণ্ড পুলিশ, চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের স্তম্ভিত করে দিয়েছে। মুসকান ও সাহিল মিলে সৌরভকে খুন করে দেহ একটি প্লাস্টিকের ড্রামে লুকিয়ে দেয়, যা সিমেন্ট ও বালির সাহায্যে সিল করে দেওয়া হয়েছিল। পুলিশ ড্রাম ভেঙে দেহ উদ্ধার করে। (Represental Image)
advertisement
4/9
শুধুমাত্র পুলিশ নয়, ময়নাতদন্তের সঙ্গে যুক্ত চিকিৎসকরাও হতবাক হয়ে গিয়েছেন। দেহ লোপাট করতে ব্যবহার করা হয়েছিল ড্রাম, ছুরি, সিমেন্ট ও বালি। পুরো বিষয়টি শুনলে যে কেউ চমকে যাবেন। এটি এক হত্যাকাণ্ডের গল্প, যেখানে দেহ লুকোনো ছিল এক ড্রামের মধ্যে। (Represental Image)
advertisement
5/9
Network 18 কথা বলেছে ময়নাতদন্ত কর্মী বলবীরের সঙ্গে, যিনি ড্রাম কাটার কাজ করেন। বলবীর, যিনি প্রায় ৪৫ বছরের অভিজ্ঞ কর্মী, তিনি বলেন, জীবনে এমন দৃশ্য আগে কখনও দেখেননি। তাঁর কথায়, "প্লাস্টিকের ড্রাম কাটতে আধ ঘণ্টার মতো সময় লেগেছিল। তার পর শক্ত সিমেন্ট ভাঙতে হয় কাটার ও হাতুড়ির সাহায্যে। প্লাস্টিক মোড়ানো মাথাটি ড্রামের একেবারে নীচে রাখা ছিল, যা কাপড়ে ঢেকে দেওয়া হয়েছিল। হাতের কব্জিগুলিও ধড় থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল।" (Represental Image)
advertisement
6/9
পুলিশের তদন্ত অনুযায়ী, ৪ মার্চ মুসকান ও তাঁর প্রেমিক সাহিল শুক্লা সৌরভকে ছুরির আঘাতে হত্যা করে। কিন্তু খুনের পর যা ঘটেছিল, তা কোনও থ্রিলার সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। প্রথমে ছুরি দিয়ে আঘাত করার পর তারা সৌরভকে বাথরুমে নিয়ে যায় এবং সেখানেই দেহ টুকরো টুকরো করে— মাথা আলাদা, ধড় আলাদা, আঙুল আলাদা। এরপর সেই অংশগুলিকে একটি ড্রামের মধ্যে রেখে উপরে সিমেন্ট ও বালি ঢেলে সম্পূর্ণ সিল করে দেয়, যাতে গন্ধ না ছড়ায় এবং কেউ সন্দেহ না করে।
advertisement
7/9
বলবীর আরও জানান, ড্রামের উপরের অংশে ৬ ইঞ্চি পুরু সিমেন্টের স্তর ছিল। সেটি ভাঙতে পাঁচজন শ্রমিককে প্রায় ২ থেকে ২.৫ ঘণ্টা পরিশ্রম করতে হয়। হাতুড়ি, কাটার ও গ্রাইন্ডারের সাহায্যে দেহটি বের করা হয়। সিমেন্টে একেবারে আটকে ছিল দেহের অংশ, যা বের করতেই অনেক সময় লেগে যায়। যখন ড্রামের মুখ খোলা হয়, তখন উপস্থিত সবাই রীতিমতো শিউরে ওঠেন।
advertisement
8/9
মেরঠের সিএমও ডঃ অশোক কাটারিয়া জানিয়েছেন, ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী, সৌরভকে দুই সপ্তাহ আগে হত্যা করা হয়েছিল। দেহ লোপাটের জন্য হত্যাকারীরা সেটিকে সিমেন্টে ঢেকে দেয়, যার ফলে দেহ পচতে শুরু করেছিল। চিকিৎসকরা জানান, দেহটি একাধিক অংশে বিভক্ত ছিল, দাঁত খুলে গিয়েছিল এবং ত্বক একেবারে আলগা হয়ে গিয়েছিল। ডঃ কাটারিয়া বলেন, "আমার ৩০ বছরের অভিজ্ঞতায় এত ভয়ঙ্কর হত্যাকাণ্ড আগে কখনও দেখিনি।" (Represental Image)
advertisement
9/9
এই হত্যাকাণ্ড শুধু নৃশংসই নয়, বরং এটি দেখিয়ে দেয়, অপরাধীরা এখন কত ভয়ঙ্কর কৌশল অবলম্বন করছে দোষ লুকোনোর জন্য। পুলিশ সব দিক খতিয়ে দেখছে, তবে এই ঘটনা শুধু মেরঠ নয়, গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে।