New Delhi: ‘হঠাৎ প্যান্টের চেনে হাত...,’ মহিলার সাথে ভয়াবহ ঘটনা...দিনের আলোয়, ভিড় রাস্তায়
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এরপর ওই মহিলা বুদ্ধি করে পুলিশ কন্ট্রোল রুম অথবা মহিলা হেল্পলাইনে যোগাযোগ করার চেষ্টা করেন; কিন্তু পাননি। এরপর তিনি গুগলে নিকটতম থানার যোগাযোগ নম্বরটি অনুসন্ধান করেন এবং ঘটনাটি ফোন করে জানান।
advertisement
1/9

নয়াদিল্লি: রাজস্থানের জয়পুর থেকে দিল্লি ফিরে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন এক মহিলা৷ গোটা ঘটনা তিনি সামনে এনেছেন সোশ্যাল মিডিয়ায়৷ পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে৷ Generated image
advertisement
2/9
ভিডিওয় ওই মহিলা অভিযোগ করেছেন, কিছুদিন আগে তিনি জয়পুর থেকে ফিরছিলেন দিল্লিতে৷ ফেরার সময় সকাল ১১টা নাগাদ তাঁকে রাজীব চকে নামিয়ে দেওয়া হয়েছিল। রাজীব চকে দাঁড়িয়েই তিনি ক্যাবের জন্য অপেক্ষা করছিলেন৷ এমন সময় দেখলেন.. Generated image
advertisement
3/9
এক ব্যক্তি ক্রমাগত তাঁর দিকে তাকাচ্ছে এবং এরপরে সেই লোকটা যা করতে শুরু করল...তা ঘৃণ্য৷
advertisement
4/9
ওই মহিলা ভিডিয়োয় বলেন, ‘‘আমি ক্যাবের জন্য অপেক্ষা করছিলাম, একটা লোক পাশেই দাঁড়িয়েছিল৷ হঠাৎ দেখি সে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। প্রথমে আমি অন্যদের মতোই উপেক্ষা করেছিলাম, কিন্তু তারপর আমি লক্ষ্য করলাম যে তার প্যান্টের জিপার খোলা ছিল এবং সে আক্ষরিক অর্থেই আমার দিকে তাকিয়ে এবং আমার সামনে হস্তমৈথুন করছিল৷’’ Generated image
advertisement
5/9
সেই সময় ওই মহিলা বিষয়টি প্রাথমিক ভাবে উপেক্ষা করে ক্যাব ড্রাইভারকে ফোন করতে থাকেন৷ কিন্তু, সেইসময় তার ক্যাব ড্রাইভার ফোন তুলছিল না৷ এদিকে, লোকটা অস্বস্তিকর কাজটা করেই যাচ্ছিল৷ Generated image
advertisement
6/9
এরপর ওই মহিলা বুদ্ধি করে পুলিশ কন্ট্রোল রুম অথবা মহিলা হেল্পলাইনে যোগাযোগ করার চেষ্টা করেন; কিন্তু পাননি। এরপর তিনি গুগলে নিকটতম থানার যোগাযোগ নম্বরটি অনুসন্ধান করেন এবং ঘটনাটি ফোন করে জানান। তবে, তাঁকে লিখিত অভিযোগ দায়ের করার জন্য সশরীরে থানায় যেতে বলা হয়। তখন ওই মহিলা লোকটির কুকর্ম ভিডিও রেকর্ড করতে শুরু করেন৷ Generated image
advertisement
7/9
পরে ওই মহিলা ভিডিওটি অনলাইনে শেয়ার করেন এবং গুরুগ্রাম পুলিশ এবং হরিয়ানা সরকারকে ট্যাগ করার পর ঘটনাটি সবার নজরে আসে।
advertisement
8/9
জনসাধারণের ক্ষোভের পর, গুরুগ্রাম পুলিশ তৎপর হয় এবং ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ধারা 75(2) এবং 78 এর অধীনে সিভিল লাইনস থানায় একটি মামলা দায়ের করে।
advertisement
9/9
পুলিশের মুখপাত্র এএসআই সন্দীপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ ব্যবহার করে অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, তদন্তের সময় যেসব তথ্য উঠে আসবে তার ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। Generated image