advertisement
1/5

'আমার বাবা, একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং নিয়মিত স্পার্ম ডোনেট করতেন ৷ এমনও হয়েছে যে আমার শহরে যখন অন্য পুরুষদের যৌন সমস্যা হয়েছে, বাবা তখন নিজের বীর্য দান করেছেন ৷ কারণ ওই দম্পতির হয়ত ভীষণভাবে সন্তান চাইছিলেন ৷' জানালেন লন্ডনের এক জনপ্রিয় লেখিকা ৷ Photo Collected
advertisement
2/5
'আমাদের বার্মিংহামের বাড়ির ফ্রিজে বছরভরই প্রায় কৌটে স্পার্ম ভরা থাকত ৷ তাই তো ঠান্ডার কোন আইটেম ফ্রিজ থেকে টেনে বের করায় আমাদের নিষেধাজ্ঞা ছিল ৷ কী থেকে কী নিয়ে নিতাম ! কারণটা এখন বুঝতে পারি ৷' Photo Collected
advertisement
3/5
'আমার মা সবসময় আমায় কোঁকড়া চুল, লম্বা ছেলেদের থেকে দূরে থাকতে বলতেন ৷ পাছে বাবার স্পার্ম থেকে জন্ম নেওয়া পুরুষেরই প্রেমে পড়ে যাই ৷ তাহলে তো মারাত্মক কান্ড ঘটত ! নিজের একপ্রকার ভাইয়ের সঙ্গেই হয়ত সম্পর্ক স্থাপন করতাম ৷ তাই মা সর্বদাই সাবধান করতেন ৷' Photo Collected
advertisement
4/5
'তবে আমার মনে হয়, ডিএনএ এক হলেই কোন অবেগের আদানপ্রদান সম্ভব নয় ৷ বাবার স্পার্ম থেকে জন্ম নেওয়া সন্তানের প্রতি তাই কোন আবেগ নয়, কিছুটা রাগই কাজ করে ৷' বাবার স্পার্ম ডোনেশন নিয়ে অকপট হান্নাহ বেটস ৷ Photo Collected
advertisement
5/5
লন্ডনের জনপ্রিয় লেখিকা হান্নাহ অকপট শিকার করেছেন তাঁর বাবার কথা ৷ তাঁর বাবা স্পার্ম ডোনার ছিলেন, সেই নিয়ে কথা বলতে গিয়েই ছোট থেকে তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এই লেখিকা ৷ Photo Collected