TRENDING:

Mumbai Attack: এত বছর পর বেরিয়ে এল সত্য! তাহাউর রানাকে ভারতে ফেরাতেই পর্দাফাঁস 'এমপ্লয়ি বি'র! কে এই ব্যক্তি জানেন? শুনে চমকে উঠবেন

Last Updated:
Mumbai Attack: আদতে পাকিস্তানি বংশোদ্ভূত হলেও বর্তমানে কানাডার নাগরিক রানা। এত দিন লস অ্যাঞ্জেলেসের বন্দিশালায় আটক ছিল।
advertisement
1/9
এত বছর পর বেরিয়ে এল সত্য!তাহাউর রানাকে ভারতে ফেরাতেই পর্দাফাঁস 'এমপ্লয়ি বি'র!কে এই ব্যক্তি
২৬/১১ মুম্বই হামলার প্রায় ১৭ বছর পর অবশেষে হামলার চক্রী তাহাউর রানাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ের সন্ত্রাসবাদী হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে বৃহস্পতিবার আমেরিকা থেকে ভারতে নিয়ে আসা হয়েছে।
advertisement
2/9
আদতে পাকিস্তানি বংশোদ্ভূত হলেও বর্তমানে কানাডার নাগরিক রানা। এত দিন লস অ্যাঞ্জেলেসের বন্দিশালায় আটক ছিল। অভিযোগ, পাক বংশোদ্ভূত আর এক সন্ত্রাসবাদী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। হেডলির সঙ্গে মিলেই ২৬/১১-র মুম্বই হামলার বিষয়টি ছকেছিলেন রানা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সঙ্গেও যোগ ছিল তার। পাশাপাশি অপর জঙ্গি সংগঠন হরকত-উল-জিহাদি ইসলামির (হুজি) সঙ্গে তার যোগাযোগ ছিল।
advertisement
3/9
এনআইএ সূত্রে খবর, জেরায় রানার মুখে এক রহস্যময় ব্যক্তির নাম উঠে এসেছে। ওই ব্যক্তিকে ‘এমপ্লয়ি বি’ বলে উল্লেখ করেছেন রানা। মুম্বইয়ে হামলার পরিকল্পনায় ওই ‘এমপ্লয়ি বি’কে কাজে লাগিয়েছিলেন রানা। মুম্বই হামলার আর এক মাস্টারমাইন্ড ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে তাঁর যোগাযোগ করিয়ে দিয়েছিলেন তিনি।
advertisement
4/9
কিন্তু এই ‘এমপ্লয়ি বি’ আসলে কে? ওই ব্যক্তির পরিচয় অবশ্য এখনও খোলসা করেননি রানা। তবে, সূত্রের খবর, মুম্বই হামলার সময় হামলাকারীদের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া, আশ্রয় দেওয়া সহ নানা কাজে ওই ‘এমপ্লয়ি বি’ সাহায্য করেছিলেন বলে জানা গিয়েছে। এমনকী মুম্বইয়ে হেডলির থাকার ব্যবস্থাও করে দিয়েছিলেন ‘এমপ্লয়ি বি’।
advertisement
5/9
সূত্রের খবর, রানাকে যে ঘরে জেরা করা হচ্ছে সেই ঘর নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া। ভিডিও রেকর্ডিংয়ের জন্য নানা যন্ত্রপাতি রয়েছে। প্রতি দিনের জেরা বিস্তারিত প্রশ্ন ও উত্তর লিপিবদ্ধ করা হবে। প্রাথমিক ভাবে স্থির হয়েছে, এনআইএ-র ১২ জন শীর্ষ আধিকারিক জেরা করবেন। জেরায় মূলত কী কী জিজ্ঞেস করা হবে?
advertisement
6/9
জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) সূত্রে খবর, জেরায় রানাকে জিজ্ঞেস করা হয়, ২৬ নভেম্বর মুম্বইয়ে হামলা যখন শুরু হল, সেই মুহূর্তে কোথায় ছিল রানা? কী করছিল সে? ৮ থেকে ২১ নভেম্বরের মধ্যে রানা কেন ভারতে এসেছিল? এই সময়ে কোথায়, কাদের সঙ্গে দেখা করেছিল? সঙ্গে স্ত্রীই বা ছিল কেন?
advertisement
7/9
জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) সূত্রে খবর, জেরায় রানাকে জিজ্ঞেস করা হবে, হেডলির সঙ্গে রানার সম্পর্ক কেমন? কেন তার জন্য ভুয়ো ভিসা তৈরি করে দিয়েছিল রানা? কী পরিকল্পনা ছিল? রানার ভারত সফরের সময়ে হেডলি তাকে কী কী তথ্য সরবরাহ করেছিল? কাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল?
advertisement
8/9
জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) সূত্রে খবর, হেডলির সঙ্গে বসেই কি মুম্বই হামলার বিশদ পরিকল্পনা করেছিল রানা? মুম্বই হামলায় বেশ কিছু ‘টার্গেট’ আগে থেকে ঠিক করে নেওয়া হয়েছিল। কারা ছিল এই ‘টার্গেট’? তাদের আলাদা করে বাছাই করার ক্ষেত্রে রানার ভূমিকা কী ছিল?
advertisement
9/9
মু্ম্বই হামলা সফল করার জন্য রানা অর্থ জুগিয়েছিল কি? কোথা থেকে এবং কী ভাবে সেই অর্থ জোগাড় করেছিল? লস্কর-ই-তইবার হাফিজ সইদের সঙ্গে কবে এবং কী ভাবে দেখা করেছিল রানা? তাদের সম্পর্ক কেমন ছিল? সংগঠনে রানার ভূমিকা কী ছিল? সেখান থেকে পরিবর্তে তিনি কী পেত?
বাংলা খবর/ছবি/দেশ/
Mumbai Attack: এত বছর পর বেরিয়ে এল সত্য! তাহাউর রানাকে ভারতে ফেরাতেই পর্দাফাঁস 'এমপ্লয়ি বি'র! কে এই ব্যক্তি জানেন? শুনে চমকে উঠবেন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল