Isha Ambani Wedding: ইশার বিয়েতে ঝলমলিয়ে উঠল অ্যান্টিলা, দেখুন মুকেশ আম্বানির বাড়ির ছবি !
Last Updated:
advertisement
1/5

ইশা আম্বানির বিয়েতে সেজে উঠেছে আনটিলা ৷ মুম্বইয়ের পেডার রোডের এই বাড়িই এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু ৷ বাড়ি সেজেছে ফুলে ৷ হাজার হোক মেয়ের বিয়ে বলে কথা ৷ তাই বাড়ি যে ঝলমলিয়ে উঠবে সেটা তো স্বাভাবিক ৷ Photo Courtesy : Sachin Gokhale, News18
advertisement
2/5
ইশার বিয়েতে দেখে নিন কীভাবে সেজে উঠেছে মুকেশ আম্বানির বাড়ি অ্যানটিলা Photo Courtesy : Sachin Gokhale, News18
advertisement
3/5
লাল গোলাপে ছেয়ে গিয়েছে চারিদিক ৷ এরআগেই ইশার প্রি-ওয়েডিং নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল ৷ Photo Courtesy : Sachin Gokhale, News18
advertisement
4/5
বাড়তি নিরাপত্তা তো রয়েছেই ৷ কারণ তাবড়ও অতিথিদের সমাগম হতে চলেছে এই বাড়িতেই ৷ Photo Courtesy : Sachin Gokhale, News18
advertisement
5/5
মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে আয়োজনও বিশাল ৷ এর আগে প্রি-ওয়েডিং-এ বিয়ন্সে এসেছিলেন লাইভ পারফর্মেন্সের জন্য ৷ বিয়ের দিনও রয়েছে এমন আয়োজন ৷ অ্যানটিলার সামনেই হল নাচ ৷ Photo Courtesy : Sachin Gokhale, News18