Extra Marital Affair: ‘মুসকান ১৫ টুকরো করেছিল, আমরা তোমার ২৪ টুকরো করব’! ফোনে স্বামীকে ভয়ঙ্কর হুমকি, প্রেমিকের সঙ্গে পালাল ৪ সন্তানের মা, তারপর যা হল...
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Extra Marital Affair:দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে মেরঠের সৌরভ রাজপুত হত্যা মামলা। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে একটি ড্রামের মধ্যে স্বামীর দেহ ভরে দেয় মুসকান। নৃশংস এই খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশের একটি ঘটনায় ফের চাঞ্চল্য ছড়ায়।
advertisement
1/6

দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে মেরঠের সৌরভ রাজপুত হত্যা মামলা। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে একটি ড্রামের মধ‍্যে স্বামীর দেহ ভরে দেয় মুসকান। নৃশংস এই খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশের একটি ঘটনায় ফের চাঞ্চল‍্য ছড়ায়। প্রতীকী ছবি
advertisement
2/6
উত্তর প্রদেশের কন্নৌজের এই ঘটনা ফের সাড়া ফেলেছে দেশজুড়ে। ২০ দিন আগে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান এক মহিলা। ওই মহিলা চার সন্তানের মা। জানা গিয়েছে, মহিলা নিজের চার সন্তানকে সঙ্গে নিয়েই পালিয়ে গিয়েছেন প্রেমিকের সঙ্গে। প্রতীকী ছবি
advertisement
3/6
তবে সাড়া ফেলেছে মুসকানের মতো কাণ্ড করার হুমকি। সূত্রের খবর, মহিলার স্বামী থানায় গিয়ে অভিযোগ জানান। মহিলার স্বামীর দাবি, তার স্ত্রী পালিয়ে যাওয়ার পর ফোনে তাকে মেরঠে সৌরভ রাজপুতের হত‍্যাকাণ্ড মনে করিয়ে খুনের হুমকি দেয়।
advertisement
4/6
স্বামী জানিয়েছেন, ২০১৬ সালে তাদের বিয়ে হয়। তার চার সন্তান রয়েছে। ১৬ মার্চ সকালে প্রায় পাঁচটায় স্ত্রী সন্তানদের নিয়ে বদায়ুনের বাসিন্দা তার প্রেমিকের সঙ্গে চলে গিয়েছিল। প্রতীকী ছবি
advertisement
5/6
সূত্রের খবর, ১ এপ্রিল ওই দম্পতির প্রথম কন‍্যা রাতে ফোন করে মা এবং তার প্রেমিকের কাছ থেকে ফিরে যাওয়ার আর্জি জানায়। মহিলার স্বামীর দাবি তাদের কন‍্যা জানিয়েছে মহিলার স্ত্রী অর্থাত্‍ তার মা এবং প্রেমিক তাকে মারধর করেছে। প্রতীকী ছবি
advertisement
6/6
ফোন করে ফিরে আসতে চায় কন‍্যা। ১ এপ্রিল সন্তানকে ফিরিয়ে নিয়ে আসলেও স্ত্রী ফিরে আসেনি, জানান ওই ব‍্যক্তি। পরে ২ এপ্রিল ফোনে হুমকি দেয় স্ত্রী, এমনই অভিযোগ স্বামীর। প্রতীকী ছবি