ছাদনাতলায় দাঁড়িয়ে 'কনে'...! মালাবদলের জন্য 'বর' আসতেই চক্ষুচড়কগাছ! এ কী করে বসলেন হবু 'শাশুড়ি-মা'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Mother In Law: আর পাঁচটা বিয়ের মতোই কনে সাজগোজ করে দাঁড়িয়েছিলেন। ছাদনাতলা ঘিরে ছিলেন আত্মীয় পরিজন থেকে বন্ধু বান্ধব সবাই। কিন্তু ছাদনাতলায় বর এসে পৌঁছতেই যা ঘটল তা চমকে দিল সবাইকে।
advertisement
1/11

প্রত্যেক বাবা-মায়েরই তাদের মেয়ের বিয়ে নিয়ে কিছু স্বপ্ন থাকে। প্রত্যেক ছেলে মেয়ের মতোই সব বাবা-মা চান তাদের মেয়ের জীবনে এমন একটি ছেলে আসবে যে তাকে সমাজে সম্মান করবে এবং তার সঙ্গে ভাল ব্যবহার করবে।
advertisement
2/11
ভারতের বহু পরিবারই এই সিজনে বিয়ের মধ্যে দিয়ে নতুন নতুন সম্পর্কে বাধা পড়ছেন। বিয়ে তো শুধু দুই সঙ্গীর সম্পর্ক স্থাপন নয়, দুটি পরিবারের মধ্যে সম্বন্ধ। তাই এই সামাজিক অনুষ্ঠান ঘিরে দেশের বহু পরিবারেই রয়েছে উৎসবের মেজাজ। এই সবের মধ্যেই বেঙ্গালুরুর একটি বিয়ের ছাদনাতলার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে।
advertisement
3/11
সম্প্রতি, বেঙ্গালুরুর এই বিয়েতে ঘটে যায় এমন একটি ঘটনা যা চমকে দিয়েছে এলাকার মানুষের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার নেটিজেনদেরও। ঠিক কী ঘটেছে যে দেশজুড়ে শোরগোল পরে গিয়েছে এই বিয়েবাড়ি নিয়ে?
advertisement
4/11
সূত্রের খবর বিয়ের মণ্ডপে আর পাঁচটা বিয়ের মতোই কনে সাজগোজ করে দাঁড়িয়েছিলেন। ছাদনাতলা ঘিরে ছিলেন আত্মীয় পরিজন থেকে বন্ধু বান্ধব সবাই। কিন্তু ছাদনাতলায় বর এসে পৌঁছতেই যা ঘটল তা চমকে দিল সবাইকে।
advertisement
5/11
মুহূর্তে বদলে যায় ছবি। হাসিখুশি বিয়েবাড়ি এক মুহূর্তে হয়ে যায় বিশৃঙ্খল। সূত্রের খবর, কনে যখন মালাবদলের মুহূর্তে হাতে মালা নিয়ে বরের অপেক্ষায়, ঠিক তখনই বর এবং তার বন্ধুরা সেই মণ্ডপে হাজির হন সম্পূর্ণ মাতাল হয়ে।
advertisement
6/11
আর তাই দেখেই চোখ কপালে উঠে যায় সবার। বর ও তাঁর সঙ্গীদের রকমসকম দেখে এরপরেই কনের মা এমন একটি পদক্ষেপ নেন যা ইন্টারনেটে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। এককথায় সবাই ধন্য ধন্য করতে থাকে কনের মা-কে।
advertisement
7/11
বেঙ্গালুরুর এই ঘটনায় বর তার বন্ধুদের সঙ্গে দস্তুরমতো বদ্ধ মাতাল হয়ে ছাদনাতলায় এসে হাজির হন। অনুষ্ঠান চলাকালীন হই-হট্টগোল শুরু করে দেন মাতাল বর।
advertisement
8/11
ভাইরাল ভিডিওতে কনের মাকে দেখা যায় হাত জোর করে সামনে এসে দাঁড়াতে। কনের মা হাত জোর করে বরযাত্রীদের ফিরে যেতে বলেন। কনের পরিবারের তরফে দাবি করা হয় যে বর এতটাই মাতাল ছিল যে তিনি এমনকি আরতির প্লেটও ছুড়ে ফেলে দিয়েছিলেন সকলের সামনে।
advertisement
9/11
বরের এসব কীর্তিকলাপ দেখেই কনের মা বলেন, "এখন থেকে যদি তার মনোভাব এমন হয়, তাহলে আমার মেয়ের ভবিষ্যতের কী হবে।" এর পর কনের মা এবং পুরো পরিবার বরযাত্রীদের ফিরে যেতে বলেন।
advertisement
10/11
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। নেটিজেনরা কনের মায়ের এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করছেন। ইন্টারনেট ব্যবহারকারীরা তার মেয়ের ভবিষ্যতের জন্য মায়ের এই সোজাসাপ্টা নেওয়া সিদ্ধান্তের জন্য এক বাক্যে তাঁর প্রশংসা করছেন।
advertisement
11/11
অনেক সময় দেখা যায়, বিয়ের দিনই বর সম্পর্কে সত্যি জেনেও সমাজের লোকলজ্জার ভয়ে অভিভাবকরা কোনও ব্যবস্থা না নিয়ে মেয়েকে ভুল হাতে তুলে দেন। অনেক সময় বিয়ের খরচ, সম্মানহানি ও সমাজের কটূক্তির ভয়ে মানুষ ইচ্ছাকৃতভাবে মেয়েদের অন্ধকারে ঠেলে দেয়। এমতাবস্থায় বেঙ্গালুরুর এই মায়ের এই পদক্ষেপ সমাজের রক্ষণশীল মনের মানুষদের জন্য বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।