TRENDING:

Jaipal Singh Bhullar| বাবা নামজাদা পুলিশ অফিসার, ছেলে দেশের কুখ্যাত গ্যাংস্টার, কে এই জয়পাল!‌

Last Updated:
সিনেমার গ্যাংস্টারদের হার মানাবে কুখ্যাত এই অপরাধীর জীবন। জাতীয় স্তরের খেয়োয়াড় ছিলেন। ড্রাগ আর বন্দুকের নেশাই ঠেলে দিয়েছিল মরণফাঁদে। কলকাতায় এনকাউন্টারে মৃত জয়পাল সিং ভুল্লারের আসল পরিচয় জানুন
advertisement
1/7
বাবা নামজাদা পুলিশ অফিসার, ছেলে দেশের কুখ্যাত গ্যাংস্টার, কে এই জয়পাল!
দিনে দুপুরে গুলির লড়াই চলল নিউটাউনে। কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের গুলিতে মৃত্যু হ পাঞ্জাবের কুখ্যাত দুষ্কৃতী জয়পাল সিং ও যশপ্রীত জস্সির৷ মঙ্গলবার দুপুরে শাপুরজি কমপ্লেক্সে গুলির লড়াই হার মানাবে সিনেমাকেওকেও। কলকাতা পুলিশ বিরাট সাফল্যও বটে এই এনকাউন্টার কারণ নিহত দুষ্কৃতী জয়পাল কোনও ছোট খাটো দুষ্কৃতী নয়। আক্ষরিক গোটা দেশের পুলিশের নজর ছিল তার দিকে। জানুন গ্যাংস্টার জয়পালের আসল পরিচয়।
advertisement
2/7
জয়পালের আসল নাম মনজিৎ সিং। হ্যামার থ্রো তে জাতীয় স্তরের খেলোয়াড় ছিলেন মনজিৎ তথা জয়পাল। তার বাবা একজন নামকরা পুলিশকর্মী ছিলেন।
advertisement
3/7
১৫ টি কেসে মোস্ট ওয়ান্টেড জয়পাল। ডাকাতি, খুন ইত্যাদি নানা অভিযোগে লুধিয়ানা চণ্ডীগড়ের জেলে জয়পালের আসা যাওয়া লেগেই ছিল। চণ্ডীগড়ের জেলে তার পরিচয় যশবিন্দর সিং রকির সঙ্গে। এই সখ্য থেকেই অপরাধে হাত পাকানো।
advertisement
4/7
২০১৬ সালে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হিমাচল-প্রদেশ গ্যাংস্টার যশবিন্দর সিং রকিকে খুন করার অভিযোগ ওঠে। জয়পাল ড্রাগ চক্রেও যুক্ত ছিল।
advertisement
5/7
এই রাজ্যেও অস্ত্র পাচারে যুক্ত ছিলেন ভুল্লার। তিনি নিউটাউনের সাপুরজি কমপ্লেক্সে লুকিয়ে আছেন, গোপন সূত্র থেকে এই খবর পেয়ে আজ হানা দেয় এসটিএফ। তারপরেই শুরু হয় এনকাউন্টার।
advertisement
6/7
পাঞ্জাবে ৫ পুলিশ কর্মীকে খুন করে গা ঢাকা দেয় ভুল্লার। ২০১৬ সাল থেকে পালিয়ে বেড়াচ্ছে সে। পাঞ্জাব পুলিশ তার মাথার দাম ধার্য করেছিল ১০ লক্ষ টাকা । এ বছর মে মাসে লুধিয়ানার দুই পুলিশ কর্মীকে খুন করে সে।
advertisement
7/7
২০১৭ সালে ব্যাঙ্কের ভ্যান থেকে ১ কোটি ৩৩ লক্ষ টাকা টাকা লুঠ করে সে। আইআইএফএল থেকে ৩০ কেজি সোনা লুঠেও অভিযুক্ত ছিল সে। আজ কলকাতা পুলিশের অপারেশনে এই অপরাধীর জীবননাট্য সাঙ্গ হল।
বাংলা খবর/ছবি/দেশ/
Jaipal Singh Bhullar| বাবা নামজাদা পুলিশ অফিসার, ছেলে দেশের কুখ্যাত গ্যাংস্টার, কে এই জয়পাল!‌
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল