advertisement
1/22

গত কয়েকদিন একটানা বৃষ্টির জেরে ভাসছে মুম্বই৷ শহরের বিভিন্ন অংশ জলমগ্ন৷ (Photo: AP)
advertisement
2/22
কিন্তু রাত থেকে রবিবার বেলা পর্যন্ত যেভাবে বৃষ্টির তীব্রতা বাড়িয়েছে তাতে মাথায় হাত পড়েছে মুম্বইবাসীদের। (Image: Raj/News18)
advertisement
3/22
শহরে এখানে ওখানে জল জমে যানবাহন চলাচলে অসুবিধা করেছে ৷ (Image: AP)
advertisement
4/22
চিন্তা আরও বাড়িয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। পূর্বাভাসে বলা হয়েছে সোমবার সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মুম্বই জুড়ে। (Image: Raj/News18)
advertisement
5/22
শহরে এখানে ওখানে জল জমে যানবাহন চলাচলে অসুবিধা করেছে ৷ (Image: AP)
advertisement
6/22
প্রতি বছরই বৃষ্টিতে নানাভাবে সমস্যায় পড়তে হয় মুম্বইবাসীকে ৷ কিন্তু সোমবার যা ছবি দেখা গেল তা এককথায় বীভৎস ৷ (image: AP)
advertisement
7/22
শনিবার থেকে এখনও পর্যন্ত মুম্বইয়ের বিভিন্ন জায়গায় ১০০ মিলি মিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে ৷ (image: AP)
advertisement
8/22
জলমগ্ন রেললাইন, রাস্তায় গাড়ি-বাস সবই ডুবে গিয়েছে ৷ ডুবে গিয়েছে রেল স্টেশন (Image: Reuters)
advertisement
9/22
কোথাও হাঁটু তো কোথাও কোমর সমান জল৷ আর এতেই চিন্তায় সাধারণ মানুষ (Image: AP)
advertisement
10/22
মুম্বইয়ের বিভিন্ন এলাকা প্রায় জলের তলায় ৷ প্রায় স্তব্ধ মুম্বই ৷ (Image: Raj/News18)
advertisement
11/22
এর ফলে শহরের পরিবহন ব্যবস্থা একেবারেই অচল বলা যেতে পারে ৷ (Image: AP)
advertisement
12/22
শহরে এখানে ওখানে জল জমে যানবাহন চলাচলে অসুবিধা করেছে ৷ (Image: AP)
advertisement
13/22
বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছিল দাদর, প্যারেল সায়ন, কিংস সার্কেল অঞ্চলে ট্রাফিক ভীষণ ভাবে বিপর্যস্ত হয়েছে৷ (Image: AP)
advertisement
14/22
জল ঠেলে এ ভাবেই নিজেদের কর্মক্ষেত্রে যেতে হল মুম্বাইকাদের। (Image: Raj/News18)
advertisement
15/22
বৃষ্টির মধ্যেই বিভিন্ন জরুরি কাজে লোকজন রাস্তায় বেরোতে বাধ্য হয়েছেন ৷ হাঁটুজল পেরিয়েই লোকজনকে রাস্তায় চলাফেরা করতে হচ্ছে (Photo: Reuters)
advertisement
16/22
বৃষ্টির জেরে ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্কুল-কলেজে। (Image: AP)
advertisement
17/22
হাওয়া অফিস জানিয়েছে, মায়ানগরীতে নাগাড়ে বৃষ্টি চলবে। কোথাও কোথাও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দু-একটি জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। (Image: Reuters)
advertisement
18/22
জল ঠেলে এ ভাবেই নিজেদের কর্মক্ষেত্রে যেতে হল মুম্বাইকাদের। (Image: Reuters)
advertisement
19/22
সপ্তাহের প্রথম দিন বৃষ্টির কারণে বিপর্যস্ত জনজীবন। মুম্বই পুরসভা এলাকায় সব স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী। (Photo: Reuters)
advertisement
20/22
সপ্তাহের প্রথম দিন বৃষ্টির কারণে বিপর্যস্ত জনজীবন। মুম্বই পুরসভা এলাকায় সব স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী। (Photo: AP)
advertisement
21/22
জলমগ্ন রেললাইন, রাস্তায় গাড়ি-বাস সবই ডুবে গিয়েছে ৷ ডুবে গিয়েছে রেল স্টেশন (Image: AP)
advertisement
22/22
সপ্তাহের প্রথম দিন বৃষ্টির কারণে বিপর্যস্ত জনজীবন। মুম্বই পুরসভা এলাকায় সব স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী। (Photo: AP)