Monsoon || IMD Rainfall Forecast: বঙ্গোপসাগরে ঢুকছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু! রাজ্যে বর্ষা কবে? অবশেষে 'দিন' ঘোষণা হাওয়া অফিসের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Monsoon || IMD Rainfall Forecast: অগ্নিকুণ্ড পরিস্থিতি গোটা বাংলা জুড়ে। জ্বলছে-পুড়ছে দমদম থেকে দার্জিলিং! শান্ত করতে আসছে বর্ষা! সেই অপেক্ষাতেই দিন গুনছে বঙ্গবাসী। এবার তারই আসল আপডেট এল আলিপুর আবহাওয়া দফতর থেকে।
advertisement
1/10

অগ্নিকুণ্ড পরিস্থিতি গোটা বাংলা জুড়ে। শান্ত করতে আসছে বর্ষা! সেই অপেক্ষাতেই দিন গুনছে বঙ্গবাসী। এবার তারই আসল আপডেট এল আলিপুর আবহাওয়া দফতর থেকে।
advertisement
2/10
রাজ্য জুড়ে তাপপ্রবাহের চরম পরিস্থিতি। গরমে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পুড়ছে-জ্বলছে মানুষ। দহনের সঙ্গে অস্বাভাবিক আর্দ্রতায় অস্বস্তিজনক পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ।
advertisement
3/10
তীব্র দাবদাহের অবসান কবে! কলকাতা-সহ জেলায় জেলায় কবে ঝমঝমিয়ে বর্ষা? 'দিন' ঘোষণা হাওয়া অফিসের
advertisement
4/10
রবিবারই বর্ষা। শনিবার থেকেই রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে। শনিবার থেকে উত্তরবঙ্গে এবং রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিল আবহাওয়ার সর্বশেষ আপডেট।
advertisement
5/10
অন্যদিকে, আজ ইতিমধ্যেই ভারতের মূল ভূখণ্ডে ঢুকে গেল বর্ষা। সপ্তাহখানেক পিছিয়ে কেরলে ঢুকল বর্ষা।
advertisement
6/10
সর্বশেষ পাওয়া রিপোর্টে জানা গেছে, কেরালায় বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরও অগ্রগতি হয়েছে।
advertisement
7/10
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের অবশিষ্ট অংশ এবং মধ্য আরব সাগরের কিছু অংশ, সমগ্র লাক্ষাদ্বীপ এলাকা, কেরালার বেশিরভাগ অংশ, দক্ষিণ তামিলনাড়ুর বেশিরভাগ অংশ, কমোরিন এলাকার অবশিষ্ট অংশ, মান্নার উপসাগর এবং দক্ষিণ-পশ্চিমের আরও কিছু অংশে অগ্রসর হয়েছে।
advertisement
8/10
আজ, ৮ জুন বর্ষা মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করেছে।
advertisement
9/10
মধ্য আরব সাগরের আরও কিছু অংশ, কেরালার বাকি অংশ, তামিলনাড়ুর আরও কিছু অংশ, কর্ণাটকের কিছু অংশ এবং দক্ষিণ-পশ্চিমের আরও কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে।
advertisement
10/10
আগামী ৪৮ ঘণ্টায় মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব রাজ্যের কিছু অংশে এই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়বে বলে পূর্বাভাস। ফলে ১০-১১ জুনের মধ্যেই রাজ্যে বর্ষারানীর পা ফেলার সম্ভাবনা।