TRENDING:

আদুর শরীরে ক্লিনিকে হেয়ার রিমুভ করানোর সময় লুকিয়ে মডেলের ভিডিও তুললেন পুরুষ চিকিৎসক!

Last Updated:
advertisement
1/5
আদুর শরীরে ক্লিনিকে হেয়ার রিমুভ করানোর সময় লুকিয়ে মডেলের ভিডিও তুললেন চিকিৎসক
♦ বডি হেয়ার রিমুভালের সময় ভিডিও করার অভিযোগে মুম্বইয়ের এক স্কিন স্পেশালিস্ট চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। মুম্বইয়ের এক মডেলের অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের ওশিয়ারা থানার পুলিশ শুক্রবার লোখন্ডওয়ালার বাসিন্দা ওই চিকিৎসককে গ্রেফতার করেছে। ওই মডেলের অভিযোগ, আন্ধেরিতে ওই চিকিৎসকের ক্লিনিকে তিনি যখন বডি হেয়ার রিমুভাল করাচ্ছিলেন সে সময় তাঁর ভিডিও করা হচ্ছিল।
advertisement
2/5
♦ অভিযোগকারিনী ওই মহিলা গত ২৪ জুন আন্ধেরির ওই ক্লিনিকে যান। বডি হেয়ার রিমুভালের জন্য তাঁকে ওই চিকিৎসক ও তাঁর তিন মহিলা সহকারীর সামনেই জামাকাপড় খুলতে হয়।
advertisement
3/5
♦ পুলিশ জানিয়েছে, যখন হেয়ার রিমুভাল চলছিল, তখন ওই মহিলা লক্ষ্য করেন, ক্লিনিকের ছাদে ফায়ার অ্যালার্মের কাছে একটি ক্যামেরা লাগানো রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি হেয়ার রিমুভাল থামিয়ে দেন। ওই ক্যামেরার ছবি তুলে নেন নিজের মোবাইলে এবং সেখান থেকে বেরিয়ে আসেন।
advertisement
4/5
♦ এই ঘটনার পর ওই চিকিৎসকের সঙ্গে দুই দিন তাঁর উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শেষে ওই চিকিৎসক জানান, ১৫ দিন পরেই সব ফুটেজ স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এরপরই ওই মহিলা ওশিয়ারা থানায় অভিযোগ করেন। পরে গ্রেপ্তার হন অভিযুক্ত চিকিৎসক।
advertisement
5/5
♦ ওশিয়ারা থানার পুলিশ কর্মকর্তা শৈলেশ পাসালভর জানিয়েছেন, গ্রেপ্তার চিকিৎসকের তিন মহিলা সহকারী দাবি করেছেন, অভিযোগকারী ওই নারী ক্যামেরার কথা আগে থেকেই জানতেন ৷
বাংলা খবর/ছবি/দেশ/
আদুর শরীরে ক্লিনিকে হেয়ার রিমুভ করানোর সময় লুকিয়ে মডেলের ভিডিও তুললেন পুরুষ চিকিৎসক!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল