Miracle Mango Tree | Viral News: আম গাছে ম্যাজিক! ১৪ রকমের আম ফলছে একটি গাছে! প্রায় সারা বছর ফলন!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Miracle Mango Tree | Viral News: এমন আগে শোনেননি। একটাই গাছে ফলছে ১৪ রকমের আম। জানুন
advertisement
1/5

গরম কাল মানেই নানা স্বাদের আম। গাছ পাকা আমের টেস্টে মেতে থাকে মন। তবে আম খেতে হলে অপেক্ষা করতে হয় বেশ অনেকটা সময়। গরমকাল ছাড়া সব রকমের আম পাওয়া মুশকিল। কিন্তু গুজরাতের আমরেলির এক ৭০ বছরের ব্যক্তি আম নিয়ে রীতিমতো কাণ্ড ঘটিয়েছেন। জানলে অবাক হবেন। (Reported By: Rajan Gadhiya)
advertisement
2/5
এক গাছে এক রকমের আম হয়। কখনও আবার দেখা যায় এক গাছেই দুই রকমের আম হচ্ছে। কিন্তু কখনও দেখেছেন একটাই গাছে ১৪ ধরণের আম হতে? হ্যাঁ এমনটাই ঘটিয়েছেন ধারু তালুকের এক চাষি। (Reported By: Rajan Gadhiya)
advertisement
3/5
৭০ বছর বয়সী চাষির কাণ্ডে সকলেই অবাক। ব্যক্তির নাম ওকাভাই ভাট্টি। তিনি নিজের জমিতে একটি এমন আম গাছের চাষ করেছেন, যে সেই গাছে ১৪ রকমের আম ফলছে। শুধু তাই নয় এই আম হলি থেকে দিওয়ালি পর্যন্ত ফলন দেয়। প্রায় সারা বছর আম ফলতে থাকে এই গাছে। (Reported By: Rajan Gadhiya)
advertisement
4/5
সব থেকে মজার হল প্রতিটি আলাদা প্রজাতির আম আলাদা আলাদা সময় হয়। ভাট্টি জানিয়েছেন, "আম নিয়ে আমার বরাবর কৌতূহল। আমি মহারাষ্ট্র ও রাজস্থানের কৃষই মহাবিদ্যালয়ে এই নিয়ে নানা রকম পড়াশুনো করে জানতে পারি বহু আম আজ আর নেই। সেই থেকেই এই ভাবনা মাথায় আসে। এবং একটি গাছেই কী ভাবে নানা রকমের আমের ফলন করা যায় সেদিকে নজর দিই।" জানা গিয়েছে বেশ কয়েকটি আমের নামকরন ওই চাষি নিজেই করেছেন। (Reported By: Rajan Gadhiya)
advertisement
5/5
ওই চাষির কথা মত, এই আম গাছটিতে আম্রপালী, নীলম, বেগম, নীল ফাগুন, সুন্দরী, কেসর, গুলাবিয়োর মতো ১৪ রকমের আম হয়। এই গাছ দেখতে এখন ভিড় জমছে। (Reported By: Rajan Gadhiya)