TRENDING:

Meghalaya Honeymoon Murder Case: অতি চালাকের গলায় দড়ি! তিনটি শব্দই ধরিয়ে দিল সোনমকে! পুলিশের ওই এক সন্দেহেই সোনমের সব পর্দাফাঁস

Last Updated:
Meghalaya Honeymoon Murder Case: তদন্তকারীদের বিভ্রান্ত করতে চেষ্টায় কোনও ফাঁক রাখেননি সোনম রঘুবংশী। তদন্তকারীরা জানতে পেরেছেন, রাজা রঘুবংশীকে খুনের পর স্বামীর ফোন এবং অ্যাকাউন্ট ব্যবহার করেন।
advertisement
1/8
অতি চালাকের গলায় দড়ি! ৩টি শব্দই ধরিয়ে দিল সোনমকে! পুলিশের ওই এক সন্দেহেই সোনমের পর্দাফাঁস
মেঘালয়ে নিজের স্বামী রাজা রঘুবংশীকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সোনম রঘুবংশীকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযোগ, নিজের প্রেমিকের সঙ্গে পরকীয়ার সম্পর্কের জেরেই হনিমুনে গিয়ে স্বামীকে খুন করিয়েছেন সোনম৷
advertisement
2/8
গত সোমবার খুন হওয়া ইন্দোর-ভিত্তিক ব্যবসায়ী রাজার মা জানিয়েছেন, সোনম রঘুবংশী মেঘালয়ে তাঁদের মধুচন্দ্রিমা ভ্রমণের জন্য ভ্রমণ এবং থাকা-সহ সমস্ত টিকিট বুক করেছিলেন। পুলিশের দাবি, এই খুনের পিছনে সোনমেরই পুরো প্ল্যান ছিল।
advertisement
3/8
তদন্তকারীদের বিভ্রান্ত করতে চেষ্টায় কোনও ফাঁক রাখেননি সোনম রঘুবংশী। তদন্তকারীরা জানতে পেরেছেন, রাজা রঘুবংশীকে খুনের পর স্বামীর ফোন এবং অ্যাকাউন্ট ব্যবহার করেই সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন সোনম। সেই পোস্টে লেখা ছিল 'সাত জন্মের সাথী'।
advertisement
4/8
গত ১১ মে রাজার সঙ্গে বিয়ে হয় সোনমের। মেঘালয়ের চেরাপুঞ্জিতে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন দু’জন। ২৩ মে সেখান থেকেই তাঁরা নিখোঁজ হয়ে যান। ১০ দিন পরে রিয়ার আরলিয়াংয়ের এক খাদে রাজার দেহ উদ্ধার হয়।
advertisement
5/8
রাজার দেহের ময়নাতদন্তের রিপোর্ট ইতিমধ্যে হাতে পেয়েছে মেঘালয় পুলিশ। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, তাঁর মাথার পিছনের দিকে ঘাড়ের উপরে একটি গভীর ক্ষত মিলেছে। কপালের উপরের দিকে আর একটি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে আভাস, ধারালো কিছু দিয়ে মাথার দু’দিকে আঘাত করা হয়েছিল রাজাকে।
advertisement
6/8
পুলিশ সূত্রে খবর, রাজার শরীরে প্রচুর আঘাতের চিহ্ন ছিল। তবে ‘সবচেয়ে মারাত্মক’ দুটো আঘাত ছিল মাথার দু’দিকে। রবিবার রাতে উত্তরপ্রদেশের এক ধাবা থেকে গ্রেফতার হন সোনম।
advertisement
7/8
তিনি ধাবার মালিকের কাছে দাবি করেন, তাঁর গয়নাগাটি চুরি হয়েছে। তাঁকে অপহরণ করা হয়েছে। কী ভাবে তিনি সেখানে এসেছেন, জানেন না।
advertisement
8/8
পুলিশের প্রাথমিক অনুমান, ফেসবুকে 'সাত জন্মের সাথী' পোস্ট করে তদন্তকারীদের বিভ্রান্ত করতেই এমন পোস্ট করেছিলেন সোনম।
বাংলা খবর/ছবি/দেশ/
Meghalaya Honeymoon Murder Case: অতি চালাকের গলায় দড়ি! তিনটি শব্দই ধরিয়ে দিল সোনমকে! পুলিশের ওই এক সন্দেহেই সোনমের সব পর্দাফাঁস
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল