TRENDING:

Meghalaya Honeymoon Murder Case: শিলংয়ে রাজাকে কে মেরেছিল? মুখোমুখি জেরায় সোনম-রাজের 'তু তু-ম্যায় ম্যায়'! পুলিশের সামনে এ কী বলল ধৃতরা?

Last Updated:
Meghalaya Honeymoon Murder Case: শিলংয়ে সোনম রঘুবংশী এবং তাঁর কথিত প্রেমিক রাজ কুশওয়াকে মুখোমুখি বসিয়ে জেরা করে পুলিশ। রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদের সময় পুলিশের সামনেই একে-অপরকে দোষারোপ শুরু করে।
advertisement
1/7
শিলংয়ে রাজাকে কে মারল? মুখোমুখি জেরায় সোনম-রাজের 'তুতু-ম্যায় ম্যায়'! পুলিশের সামনেই বলল...
মেঘালয়ে নিজের স্বামী রাজা রঘুবংশীকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সোনম রঘুবংশীকে গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযোগ, নিজের প্রেমিকের সঙ্গে পরকীয়ার সম্পর্কের জেরেই হনিমুনে গিয়ে স্বামীকে খুন করিয়েছেন সোনম৷ গ্রেফতার করা হয়েছে প্রেমিক রাজ কুশওয়া-সহ আরও ৩ জনকে।
advertisement
2/7
শিলংয়ে সোনম রঘুবংশী এবং তাঁর কথিত প্রেমিক রাজ কুশওয়াকে মুখোমুখি বসিয়ে জেরা করে পুলিশ। রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদের সময় পুলিশের সামনেই একে-অপরকে দোষারোপ
advertisement
3/7
পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় সোনম এবং রাজ, যাঁরা রাজা রঘুবংশীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত, তাঁরা তাঁদের নিজ নিজ ভূমিকা অস্বীকার করছেন এবং একে অপরকে দায়ী করছেন।
advertisement
4/7
রিপোর্টে একজন সিনিয়র অফিসারের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে জিজ্ঞাসাবাদের সময় জানা গিয়েছে যে, ধৃত অভিযুক্তদের একজন, বিশাল, রাজা রঘুবংশীর মাথায় আঘাত করেছিলেন, তারপর সোনম তাঁদের তিনজনকে রাজা রঘুবংশীর দেহ গিরিখাতে ঠেলে দিতে সাহায্য করেছিলেন।
advertisement
5/7
সোনম রঘুবংশী তাঁর স্বামী রাজাকে ছবি তোলার অজুহাতে সেই স্থানে যেতে জোর দিয়েছিলেন। পরিকল্পনাটি কার্যকর হওয়ার পরে, তিন অভিযুক্ত সোনমের সঙ্গে একটি অজানা স্থানে যান এবং সেখান থেকে আলাদা হয়ে যান।
advertisement
6/7
“আমাদের হত্যাকাণ্ড সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিবরণ জানতে হবে। আমরা এখনও অর্থ লেনদেনের বিবরণ নির্ধারণ করতে পারিনি, হত্যাকাণ্ড কীভাবে পরিকল্পনা করা হয়েছিল এবং প্রমাণের সঙ্গে তাঁদের মুখোমুখি করতে হবে," রিপোর্টে এসআইটি প্রধান হারবার্ট পিনিয়াইড খারকংগরের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে।
advertisement
7/7
গ্রেফতারের পর, সোনম রঘুবংশী দাবি করেছিলেন যে তাঁকে মাদকাসক্ত করা হয়েছিল, অপহরণ করা হয়েছিল। তবে পুলিশ জানিয়েছে যে, তিনি মামলায় আত্মসমর্পণ করেছেন।
বাংলা খবর/ছবি/দেশ/
Meghalaya Honeymoon Murder Case: শিলংয়ে রাজাকে কে মেরেছিল? মুখোমুখি জেরায় সোনম-রাজের 'তু তু-ম্যায় ম্যায়'! পুলিশের সামনে এ কী বলল ধৃতরা?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল