TRENDING:

Meghalaya Honeymoon murder case: হানিমুন কাণ্ডে বিরাট মোড়! ‘ওরা গয়না কেড়ে নিতে এসেছিল, আমায় বাঁচাতে গিয়ে রাজার মৃত্যু’, বলেন সোনম

Last Updated:
Meghalaya Honeymoon murder case: সোনম-রাজার ঘটনায় যেন পরতে পরতে রহস্য। হানিমুনে গিয়ে ২৩ মে নিখোঁজ হয়ে যায় সোনম এবং রাজা। পরে রাজার দেহ উদ্ধার হলেও খুঁজে পাওয়া যাচ্ছিল না সোনমকে। কিন্তু পরে সোনম যা বলেছিল তা শুনলে যে কেউ অবাক হবেন!
advertisement
1/5
হানিমুন কাণ্ডে মোড়! ‘ওরা গয়না কেড়ে নিতে এসেছিল, আমায় বাঁচাতে গিয়ে রাজার মৃত্যু’,বলে সোনম
সোনম-রাজার ঘটনায় যেন পরতে পরতে রহস্য। হানিমুনে গিয়ে ২৩ মে নিখোঁজ হয়ে যায় সোনম এবং রাজা। পরে রাজার দেহ উদ্ধার হলেও খুঁজে পাওয়া যাচ্ছিল না সোনমকে।
advertisement
2/5
কিন্তু ৮ জন মাঝরাতে উত্তরপ্রদেশের গাজিপুরে খোঁজ পাওয়া যায় সোনমের। তাঁকে গ্রেফতার করা হয় সেখান থেকে। যদিও মেঘালয় পুলিশ দাবি করে আত্মসমর্পণ করেছেন সোনম।
advertisement
3/5
কিন্তু একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাজিপুরে যেই ধাবা থেকে সোনমের খোঁজ মেলে তাঁকে মেঘালয় কাণ্ডের বিবরণ দেন সোনম।
advertisement
4/5
সোনম সেই ধাবায় জানিয়েছিলেন, ২৩ মে কিছু আগন্তু তাঁদের পিছু নেয়। ওরা নাকি সোনমের গয়না ছিনিয়ে নিতে এসেছিল।
advertisement
5/5
শুধু তাই নয়, রাজার মৃত্যু নিয়েও ওই ধাবায় স্পষ্ট বলেছিলেন সোনম। তিনি বলেন, “ওরা আমার গয়না ছিনিয়ে নিতে এসেছিল। আমাকে বাঁচাতে গিয়ে রাজা মরে গেল”!
বাংলা খবর/ছবি/দেশ/
Meghalaya Honeymoon murder case: হানিমুন কাণ্ডে বিরাট মোড়! ‘ওরা গয়না কেড়ে নিতে এসেছিল, আমায় বাঁচাতে গিয়ে রাজার মৃত্যু’, বলেন সোনম
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল