Meghalaya Honeymoon Case: সোনম-রাজের কুকীর্তির শেষ নেই! শুধু রাজাকে খুনই নয়, ভুয়ো কোম্পানি-লাখ লাখ টাকা নয়ছয়! বিরাট পর্দাফাঁস
- Published by:Shubhagata Dey
Last Updated:
Meghalaya Honeymoon Case: তদন্তকারী দল (সিট) গত তিন দিন ধরে ইনদওরে তল্লাশি চালাচ্ছে। দলটি প্রাথমিকভাবে পিস্তল এবং পাঁচ লক্ষ টাকা ভরা একটি ব্যাগ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে, যা এই হত্যা মামলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
advertisement
1/6

*রাজা রঘুবংশী হত্যা মামলায় প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে। এই হাই প্রোফাইল মামলায় তদন্তকারী মেঘালয় পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) গত তিন দিন ধরে ইনদওরে তল্লাশি চালাচ্ছে। দলটি প্রাথমিকভাবে পিস্তল এবং পাঁচ লক্ষ টাকা ভরা একটি ব্যাগ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে, যা এই হত্যা মামলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
advertisement
2/6
*সূত্রের খবর, পিস্তলটি অভিযুক্ত রাজ কুশওয়াহার। খুনের ছক কষার সময় সোনমের কাছে রেখে দেওয়া হয়েছিল সেটি। জেরায় সোনম জানিয়েছে, পিস্তল ও নগদ টাকা ট্রলি ব্যাগে ভরে ইনদওরের একটি ফ্ল্যাটে রেখে গিয়েছিল সে। তার কথার ভিত্তিতেই ইনদওরের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে সিটের দল।
advertisement
3/6
*মামলায় একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে, সোনম এবং রাজ কুশওয়াহাও সমান্তরালভাবে একটি সংস্থা চালাচ্ছিলেন। সংস্থাটি রাজের মা চুন্নি বাইয়ের নামে খুলেছিল তাঁরা। এই সংস্থার নামে জিএসটি নম্বর ও কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছিল। এই অ্যাকাউন্ট থেকে সোনমের পাঁচ লক্ষ টাকাও তোলা হয়। সেঈ টাকা কথা থেকে এল, এখনও ওই অ্যাকাউন্টে কত টাকা জমা রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
advertisement
4/6
*পুলিশ সূত্রে খবর, গত ফেব্রুয়ারি মাসেই রাজা রঘুবংশীকে খুনের ছক কষেছিল সোনম ও রাজ। রাজা এবং সোনম ১১ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধেন। কিন্তু তার আগেই রাজ ও সোনম মিলে তাঁকে খুনের ষড়যন্ত্র করেছিলেন। রাজ তিনজনকে পাঠিয়েছিল এবং একটি নির্জন জায়গায় তাকে গুলি করার নির্দেশ দিয়েছিল। সুযোগ না পেয়ে গুয়াহাটি থেকে ৪০০ টাকা দিয়ে একটি দা কিনে রাজাকে হত্যা করে।
advertisement
5/6
*সোনমের বাড়ি, স্যুটকেস, আলমারি, বিজয় নগরের অফিস এবং লাসুদিয়া মোরির গুদামে তল্লাশি চালিয়েছে সিটের দল। একই সঙ্গে লক্ষ্মণপুরায় রাজের বাড়িতেও তল্লাশি চালানো হয়। পুলিশ এখন সোনমের বন্ধু এবং রাজের সংস্পর্শে আসা মহিলাদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে।
advertisement
6/6
*একই সময়ে, এই মামলাটি আর খুনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং অর্থনৈতিক জালিয়াতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের একাধিক নজির সামনে চলে এসেছে।