TRENDING:

Meghalaya Couple Missing Case: মেঘালয়ে বাঙালির সবচেয়ে প্রিয় জায়গাতেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা! কুপিয়ে খুন স্বামীকে, আর স্ত্রীর কী হল? কোন জায়গা জানেন? নাম শুনে চমকে যাবেন

Last Updated:
Meghalaya Couple Missing Case: জানা গিয়েছে, গত ১৯ মে ইনদওরের যুবক রাজা রঘুবংশীর সঙ্গে সোনমের বিয়ে হয়েছিল। গত ২০ মে স্ত্রীকে নিয়ে মেঘালয়ের উদ্দেশে পাড়ি দেন রাজা। ২৩ মে পৌঁছোন চেরাপুঞ্জিতে।
advertisement
1/8
মেঘালয়ে বাঙালির সবচেয়ে প্রিয় জায়গাতেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা!কুপিয়ে খুন স্বামীকে,স্ত্রী কোথায়
নববধূকে নিয়ে মধুচন্দ্রিমায় গিয়ে আর ফেরেননি ইনদওরের যুবক! মধ্যপ্রদেশ থেকে মেঘালয়ে ঘুরতে গিয়েছিলেন। কিন্তু দিন কয়েক ধরে তাঁদের কোনও খোঁজ ছিল না। পরিবারের লোকেরা বার বার যোগাযোগ করার চেষ্টা করেও পারেননি। গত সোমবার ওই যুবকের দেহ উদ্ধার করে মেঘালয় পুলিশ। তবে এখনও নিখোঁজ তাঁর স্ত্রী!
advertisement
2/8
জানা গিয়েছে, গত ১৯ মে ইনদওরের যুবক রাজা রঘুবংশীর সঙ্গে সোনমের বিয়ে হয়েছিল। গত ২০ মে স্ত্রীকে নিয়ে মেঘালয়ের উদ্দেশে পাড়ি দেন রাজা। ২৩ মে পৌঁছোন চেরাপুঞ্জিতে। কিন্তু তার পর থেকে আর কোনও খোঁজ ছিল না ওই নবদম্পতির।
advertisement
3/8
ইনদওরের ডেপুটি পুলিশ কমিশনার (অপরাধ) রাজেশকুমার ত্রিপাঠী বলেন, ‘‘সোমবার মেঘালয় পুলিশ একটি মৃতদেহ উদ্ধার করেছে। দেহটি যে রাজা রঘুবংশীর তা নিশ্চিত করেছেন তাঁর ভাই বিপিন। তবে কী ভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই বিষয়টি পরিষ্কার হবে।’’
advertisement
4/8
জানা গিয়েছে মেঘালয়ের সোহরা এলাকায় উদ্ধার হয়েছে দেহ। তবে রাজের স্ত্রী সোনামের খোঁজ এখনও জারি রয়েছে।
advertisement
5/8
মেঘালয়ের পূর্ব খাসি হিলের সোহরা এলাকা যা চেরাপুঞ্জি নামে পরিচিত, সেখান থেকে নিখোঁজ হয়েছিলেন সস্ত্রীক রাজ রঘুবংশী। মধ্যপ্রদেশের ইন্দোরের ডেপুটি পুলিশ কমিশনার রাজেশ কুমার ত্রিপাঠী বলেন,' সোমবার মেঘালয় পুলিশ একটি মৃতদেহ উদ্ধার করেছে, যা রাজা রঘুবংশীর বলে শনাক্ত করেছেন তার ভাই বিপিন রঘুবংশী। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সময় এবং অন্যান্য বিবরণ জানা যাবে। সোনম রঘুবংশীর সম্পর্কে এখনও পর্যন্ত কোনও সূত্র পায়নি পুলিশ।'
advertisement
6/8
কোথায় রয়েছে রাজের স্ত্রী সোনম? কী ঘটেছে তাঁদের সঙ্গে? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে সোনমের খোঁজে রয়েছে প্রশাসন। এদিকে, রাজার বাড়ির তরফে জানানো হয়েছে, বহু দিন ধরেই রাজার পরিবারের ট্রান্সপোর্টের ব্যবসা। গত ১১ মে রাজার বিয়ে হয় সোনমের সঙ্গে। তারপর তাঁরা মেঘালয় যান হানিমুনে। আর সেখানে যেতেই গত ২৩ মে থেকে হদিশ মেলেনি ২ জনের।
advertisement
7/8
রাজার ভাই সচিনের দাবি, সম্ভবত, দম্পতিকে অপহরণ করা হয়েছিল। পরিবারের দাবি, সোনমকে খুঁজতে যেন সেনা মোতায়েন করা হয়।
advertisement
8/8
পরিবারের আশঙ্কা, সেখানের স্থানীয় হোটেলের কর্মীরা ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। সমস্ত দিক খতিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এই ভয়াবহ মৃত্যু ঘিরে। এদিকে, সোনমের হদিশ পেতে মরিয়া প্রশাসন। কী ঘটেছে তাঁদের সঙ্গে তা নিয়ে বাড়ছে উদ্বেগ।
বাংলা খবর/ছবি/দেশ/
Meghalaya Couple Missing Case: মেঘালয়ে বাঙালির সবচেয়ে প্রিয় জায়গাতেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা! কুপিয়ে খুন স্বামীকে, আর স্ত্রীর কী হল? কোন জায়গা জানেন? নাম শুনে চমকে যাবেন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল