TRENDING:

Meghalaya Honeymoon Case: জেলে কার সাথে দেখা করে সোনম? কী করে, কোথায় থাকে? স্বামীকে কুপিয়ে খুন করার ১ মাস পরে...

Last Updated:
মেঘালয় হানিমুন হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সোনম বর্তমানে শিলং জেলে বন্দি রয়েছে? সে জেল ওয়ার্ডেনের অফিসের কাছে দুই বিচারাধীন মহিলা বন্দির সাথে থাকে। জেল সূত্রের খবর, তার আচার আচরণে বিন্দুমাত্র অনুতাপ চোখে পড়ছে না কারও৷
advertisement
1/7
জেলে কার সাথে দেখা করে সোনম? কী করে, কোথায় থাকে? স্বামীকে কুপিয়ে খুন করার ১ মাস পরে...
মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামীকে খুন৷ ইনদওর রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের সব কথা সামনে আসার পরে দেশজুড়ে কার্যত ভিলেন তকমা পেয়েছে মূল অভিযুক্ত তথা নিহতের সদ্য বিয়ে করা স্ত্রী সোনম রঘুবংশী৷ ওই নির্মম হত্যাকাণ্ডের পরে কেটে গিয়েছে গোটা একটা মাস৷ বর্তমানে জেলবন্দি জীবন কাটাচ্ছে সোনম৷ সেখানে সে কী করছে, কী খাচ্ছে, কে তার সাথে দেখা করতে আসছে?
advertisement
2/7
মেঘালয় হানিমুন হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সোনম বর্তমানে শিলং জেলে বন্দি রয়েছে? সে জেল ওয়ার্ডেনের অফিসের কাছে দুই বিচারাধীন মহিলা বন্দির সাথে থাকে। জেল সূত্রের খবর, তার আচার আচরণে বিন্দুমাত্র অনুতাপ চোখে পড়ছে না কারও৷
advertisement
3/7
সোনম ধীরে ধীরে শিলং জেলের পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে। সে অন্যান্য মহিলা বন্দিদের সঙ্গে বেশ মিলেমিশেই আছে৷ প্রতিদিন সকালে একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠে। জেলের নিয়ম মেনে চলে৷ সহবন্দিদের বা জেল প্রশাসনের সাথে নিজের অপরাধ বা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করে না।
advertisement
4/7
বর্তমানে, সোনমকে জেলে কোনও বিশেষ কাজ দেওয়া হয়নি। তবে শীঘ্রই তাকে সেলাই এবং দক্ষতা উন্নয়ন সম্পর্কিত কাজ শেখানো হবে। তাকে জেলে টিভি দেখার সুবিধাও দেওয়া হয়েছে। যদিও জেলের নিয়ম অনুযায়ী, সোনম তার পরিবারের সাথে দেখা করতে বা ফোন করতে পারে, কিন্তু তার পরিবার তার সাথে যোগাযোগ করেনি। সিসিটিভির মাধ্যমে সোনমের উপর নজর রাখা হচ্ছে।
advertisement
5/7
শিলং জেলে ২০ জন মহিলা বন্দী রয়েছেন। খুনের অভিযোগে অভিযুক্তদের মধ্যে সোনম হলেন দ্বিতীয় মহিলা বন্দি। জেল প্রশাসন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তার কার্যকলাপের উপর নজর রাখছে। একই সাথে, তার স্বামী রাজা রঘুবংশীর হত্যাকাণ্ড সম্পর্কেও জানার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তিনি কারও সাথে কথা বলছেন না।
advertisement
6/7
তবে সোনমের সঙ্গে জেলে কেউ দেখা করতে আসে না৷ এর মধ্যে সোনমের পরিবারের তরফে কেউ সোনমের সঙ্গে জেলে দেখা করতে আসেনি৷ ঘটনার পর, সোনমের ভাই সংবাদমাধ্যমে জানিয়ে দিয়েছিল, তাঁদের পরিবার সোনমের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে এবং ন্যায়বিচারের এই লড়াইয়ে তাঁরা রাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
advertisement
7/7
মেঘালয়ে হানিমুনে গিয়ে নিজের সদ্য বিবাহিত স্বামী রাজা রঘুবংশীকে প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে খাদে ফেলে দিয়েছিল সোনম৷ পরে ধীরে ধীরে ফাঁস হয় তার অপরাধ৷
বাংলা খবর/ছবি/দেশ/
Meghalaya Honeymoon Case: জেলে কার সাথে দেখা করে সোনম? কী করে, কোথায় থাকে? স্বামীকে কুপিয়ে খুন করার ১ মাস পরে...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল