Meerut Murder Case: মেরঠে সৌরভ হত্যা মামলায় অভিযুক্ত মুসকান গর্ভবতী! মেডিক্যাল রিপোর্টে দাবি জেল কর্তৃপক্ষের
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এবার সেই মামলায় এল নয়া মোড়। গর্ভবতী হয়েছে মুসকান। রিপোর্টে এমনই দাবি।
advertisement
1/6

মেরঠে প্রাক্তন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডে শিউরে উঠেছিল গোটা দেশ। এই হত্যাকাণ্ডের ভয়াবহতা ঘিরে ছড়িয়েছিল ব্যাপক চাঞ্চল্য। এবার সেই মামলায় এল নয়া মোড়। গর্ভবতী হয়েছে মুসকান। রিপোর্টে এমনই দাবি।
advertisement
2/6
সৌরভের স্ত্রী মুসকান ও তাঁর প্রেমিক সাহিলের বিরুদ্ধে সৌরভকে খুন করে কুচি কুচি করে কেটে ড্রামবন্দি করার অভিযোগে গ্রেফতার করা হয়। বর্তমানে ধৃত দুজনেই জেলবন্দি মুসকানের জেলবন্দি অবস্থাতেই প্রেগন্যান্সি টেস্ট হয়েছে। এক রিপোর্টের দাবি, মুসকানের প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। রিপোর্ট দাবি করছে, স্বামী হত্যায় অভিযুক্ত মুসকান গর্ভবতী।
advertisement
3/6
গত ১৯ মার্চ থেকে জেলবন্দি অবস্থায় আছে মুসকান রাস্তোগি ও তার প্রেমিক সাহিল শুক্ল। সোমবারই হাসপাতাল থেকে একটি মেডিক্যাল টিম যায় জেলে। জেল কর্তৃপক্ষের অনুরোধে তাঁরা সেখানে যান। সেখানেই মুসকানের স্বাস্থ্য পরীক্ষা হয়। সংবাদমাধ্যমের দাবি, সেই টেস্ট রিপোর্টে দেখা গিয়েছে মুসকান গর্ভবতী। বিষয়টি জানিয়েছেন চিফ মেডিক্যাল অফিসার অশোক কাটারিয়া।
advertisement
4/6
প্রসঙ্গত, গত মাসেই মেরঠে সৌরভকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ ওঠে মুসকান এবং সাহিলের বিরুদ্ধে। জানা যায়, লন্ডন থেকে মেরঠে আসার পরই খুন হয়েছেন প্রাক্তন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ। এর আগে, সৌরভের পরিবারের সদস্যরা তাঁর খোঁজ না পেয়ে সন্দেহ হওয়ায় পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্তে নেমে একটি ড্রাম উদ্ধার করে। জানা যায়, সেই ড্রামে সৌরভের দেহ ১৫ খণ্ড করে তা রেখে দিয়ে তাতে সিমেন্ট দিয়ে সিল করা রয়েছে। এরপরই সন্দেহের তির যায় সাহিল ও মুসকানের দিকে। গ্রেফতার হয় ২ জন।
advertisement
5/6
জানা যায়, সৌরভকে খুনের পরই তারা মানালি বেড়াতে যায়। হোলির পার্টিতে উৎসবও করে। তবে শেষমেশ তারা পুলিশের জালে আটকে যায়।
advertisement
6/6
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সাহিলের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত মুসকান। এর আগে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০১৬ সালে মুসকানকে বিয়ে করেছিলেন সৌরভ। সদ্য মুসকানের স্বামী সৌরভ লন্ডন থেকে মিরাটে এসেছিলেন তাঁদের ছোট্ট মেয়ের জন্মদিন উপলক্ষ্যে। সেই জন্মদিনে মুসকান ও স্বামী সৌরভের সঙ্গে তাঁদের ছোট্ট মেয়েকেও নাচের তালে মাততে দেখা যায়, তেমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসে। জানা যায়, সেই ঘটনার পরই সৌরভকে খুন করা হয়।