১ডিগ্রির ওপর উঠছে না পারদ ! রইল এক টুকরো ভূস্বর্গের ছবি, যাচ্ছেন নাকি?
Last Updated:
advertisement
1/5

রাজ্যে শীতের দেখা অমিল ৷ কিন্তু দেশের উত্তর প্রান্তে ছবি একেবারেই অন্যরকম ৷ বরফে ঢেকেছে কাশ্মীর ৷
advertisement
2/5
শ্রীনগরের তাপমাত্রা -৫ থেকে -৮-এর মধ্যে ঘোরাফেরা করছে ৷ চারিদিকে শুধুই যেন সাদা বরফের চারদে মোড়া ৷
advertisement
3/5
লেকের জল জমে গিয়েছে ঠান্ডায় ৷ জল জমে একেবারে কাঁচের মত মনে হচ্ছে ৷
advertisement
4/5
জলাধারের ওপর দেখা যাচ্ছে তুষার ৷ জল জমে যাওয়ার ফলে লেকের ওপর থাকা নোংরাও তাতে জমে গিয়েছে ৷
advertisement
5/5
বছর শেষের শ্রীনগরের হাল এমনই ৷ ভূস্বর্গ বোধহয় একেই বলে ৷