Air Strike: বায়ুসেনার হামলায় আহত জইস-প্রধান মাসুদ আজহার, মৃত্যু শ্যালক ইউসুফ আজহারের
Last Updated:
advertisement
1/5

• পুলওয়ামার প্রত্যাঘাত ৷ বায়ুসেনার হামলায় পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে গুঁড়িয়ে গেল একাধিক জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড, জইসের কন্ট্রোল রুম ৷ খতম ২০০-৩০০ জঙ্গি ৷ মনে করা হচ্ছে, এই তালিকায় রয়েছে কুখ্যাত জঙ্গি ইউসুফ আজহার ওরফে উস্তাদ ঘাউরি ৷ যে কিনা জইস-ই-মহম্মদের মাস্টার মাউন্ড মাসুদ আজহারের শ্যালক ৷ তবে ইউসুফের মৃত্যু নিে কোনও সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি ৷
advertisement
2/5
• সূত্রের খবর, নিহত ৩০০ জঙ্গির মধ্যে ২৫ জন প্রশিক্ষক ৷ সেনা হামলায় আহত হয়েছেন মাসুদ আজহারও ৷ তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ হামলায় মৃত্যু হয়েছে শ্যালক ইউসুফ আজহারের ৷ কে এই ইউসুফ?
advertisement
3/5
• এই ইউসুফ বর্তমানে বালাকোটে জঙ্গি প্রশিক্ষণ শিবির চালাত ৷ মাসুদকে গ্রেফতার করার পর কান্দাহার থেকে ভারতের aircraft IC-184 অপহরণ করেছিল এই ইউসুফই ৷ তবে এর সঙ্গে মূল মাথা হিসাবে কাজ করেছিল ইব্রাহিম আজহার ৷
advertisement
4/5
• সম্ভবত ইউসুফের জন্ম পাকিস্তানের করাচিতে ৷ উর্দু আর হিন্দি ভাষায় কথা বলতে পারে সে ৷
advertisement
5/5
• ২০০২-এ ভারত যে ২০ জন কুখ্যাত জঙ্গির নাম পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল তার মধ্যে ছিল ইউসুফের নাম ৷