TRENDING:

Train Cancellation: ছটপুজোর ঠিক আগেরদিন বাতিল একাধিক রুটের গুরত্বপূর্ণ ট্রেন, সংক্ষিপ্ত রুটে চলবে কয়েকটি, রইল তালিকা

Last Updated:
Train Cancellation: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আবারও একাধিক ট্রেন বাতিল করল রেল। এবার ছটপুজোর আগের দিন সম্পুর্ন ভাবে বাতিল থাকবে গুরুত্বপূর্ণ একাধিক ট্রেন। 
advertisement
1/7
ছটপুজোর ঠিক আগেরদিন বাতিল একাধিক রুটের গুরত্বপূর্ণ ট্রেন, সংক্ষিপ্ত রুটে চলবে কয়েকটি...
*দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আবারও একাধিক ট্রেন বাতিল করল রেল। এবার ছটপুজোর আগের দিনই সম্পূর্ণভাবে বাতিল থাকবে আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার-সহ আরও গুরুত্বপূর্ণ একাধিক ট্রেন। পাশাপাশি, আরও কয়েকটি ট্রেনকে আংশিকভাবে সংক্ষিপ্ত রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, বিলম্বে যাত্রাপথ করবে আরও বেশ কয়েকটি ট্রেন। প্রতীকী ছবি।
advertisement
2/7
*রেলের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানান, 'রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত কারণে আগামী ২৬ অক্টোবর রবিবার আদ্রা ডিভিশনের বহু রুটে কিছু ট্রেন সম্পূর্ণভাবে বাতিল এবং কিছু ট্রেন আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে।' প্রতীকী ছবি।
advertisement
3/7
*আগামিকাল রবিবার ২৬ অক্টোবর বাতিল থাকবে ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার, ও ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার।  প্রতীকী ছবি।
advertisement
4/7
*যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের। আগামী ২৬ অক্টোবর ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের বোকারো রেলস্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। বোকারো-ধানবাদ-বোকারো সেকশনে পরিষেবা বাতিল থাকবে। প্রতীকী ছবি।
advertisement
5/7
*যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ১৩৫০৩/১৩৫০৪ বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের। আগামিকাল ২৬ অক্টোবর বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের গোমো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। গোমো-হাঁটিয়া-গোমো সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। প্রতীকী ছবি।
advertisement
6/7
*বিলম্বে যাত্রাপথ। আগামী ২৬ অক্টোবর বিলম্বে যাত্রাপথ করবে বক্সার-টাটানগর এক্সপ্রেস বক্সার থেকে ৯০ মিনিট বিলম্বে ছাড়বে। ২৬ অক্টোবর বিলম্বে যাত্রাপথ করবে ধানবাদ-বাঁকুড়া মেমু ধানবাদ থেকে ৬০ মিনিট বিলম্বে ছাড়বে। প্রতীকী ছবি।
advertisement
7/7
*ছটপুজোর ঠিক আগের দিন এই রক্ষণাবেক্ষণ কাজের কারণে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগের সম্মুখীন হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/দেশ/
Train Cancellation: ছটপুজোর ঠিক আগেরদিন বাতিল একাধিক রুটের গুরত্বপূর্ণ ট্রেন, সংক্ষিপ্ত রুটে চলবে কয়েকটি, রইল তালিকা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল