রাতের অন্ধকারে ভারত-পাক সীমান্তে ঘুরছিল এই ব্যক্তি, BSF জিজ্ঞেস করল, 'কে আপনি?' তাতেই ফাঁস বিরাট গোপন রহস্য!
- Published by:Tias Banerjee
Last Updated:
Border BSF: ভারত-পাক সীমান্তে সন্দেহজনকভাবে ঘুরছিল এক বাংলাদেশি যুবক। বিএসএফ তাঁকে ধরে ফেলতেই উঠে এল বিস্ময়কর তথ্য, চলছে যৌথ তদন্ত।
advertisement
1/9

রাতের অন্ধকার, চারপাশে নীরবতা, আর সেই সময় এক অচেনা ছায়া ঘুরে বেড়াচ্ছে ভারত-পাক সীমান্তের নিষিদ্ধ এলাকায়। বিএসএফ জওয়ানরা প্রথমে বিষয়টিকে নিছকই সন্দেহ হিসেবে ধরেছিলেন। কিন্তু যখন তাঁরা সেই ছায়াকে পাকড়াও করলেন, তখন ফাঁস হল এমন এক তথ্য, যা নিছক অনুপ্রবেশ নয়—বরং হতে পারে বৃহত্তর কোনও ষড়যন্ত্রের অংশ। (Representative Image: AI)
advertisement
2/9
কে এই যুবক? কেনই বা সে বাংলাদেশের বাসিন্দা হয়েও পাকিস্তান সীমান্তের ওই নির্দিষ্ট এলাকায় ঘোরাঘুরি করছিল? বিএসএফ জিজ্ঞাসা করেছিল, 'আপনি কে?' তার পরেই ভয়ঙ্কর সত্য প্রকাশ্যে। শুরু হয়েছে গোপন তদন্ত, এবং জড়িয়েছে একাধিক নিরাপত্তা সংস্থা।
advertisement
3/9
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের জয়সালমেরে হামিরার কলোনির কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল এক যুবক। বিএসএফের জওয়ানরা তাঁকে চ্যালেঞ্জ করতেই তিনি ঘাবড়ে যান। প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় তাঁকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে নিজের নাম মোহাম্মদ ফয়জল বলে জানায় এবং জানায় সে বাংলাদেশি নাগরিক। এরপর বিএসএফ তাকে সাম থানার পুলিশের হাতে তুলে দেয়। (Representative Image: AI)
advertisement
4/9
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের জয়সালমেরে হামিরার কলোনির কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল এক যুবক। বিএসএফের জওয়ানরা তাঁকে চ্যালেঞ্জ করতেই তিনি ঘাবড়ে যান। প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় তাঁকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে নিজের নাম মোহাম্মদ ফয়জল বলে জানায় এবং জানায় সে বাংলাদেশি নাগরিক। এরপর বিএসএফ তাকে সাম থানার পুলিশের হাতে তুলে দেয়। (Representative Image: AI)
advertisement
5/9
সাম থানার থানাপ্রভারি সুরজারাম জানান, মোহাম্মদ ফয়জলের কাছ থেকে আপাতভাবে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তবে সীমান্তবর্তী নিষিদ্ধ এলাকায় তাঁর উপস্থিতিকে হালকাভাবে নেওয়া যায় না। প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসাবাদে কোনও উদ্বেগজনক তথ্য সে দেয়নি। কিন্তু এখন যৌথ তদন্ত কমিটি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা নিজের মতো করে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে। (Representative Image: AI)
advertisement
6/9
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের জয়সালমেরে হামিরার কলোনির কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল এক যুবক। বিএসএফের জওয়ানরা তাঁকে চ্যালেঞ্জ করতেই তিনি ঘাবড়ে যান। প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় তাঁকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে নিজের নাম মোহাম্মদ ফয়জল বলে জানায় এবং জানায় সে বাংলাদেশি নাগরিক। এরপর বিএসএফ তাকে সাম থানার পুলিশের হাতে তুলে দেয়। (Representative Image: AI)
advertisement
7/9
এর আগেও রাজস্থানের জয়সালমের, বারমের, বিকানের ও শ্রীগঙ্গানগর জেলাগুলির সীমান্তবর্তী এলাকায় বহুবার সন্দেহভাজনদের ধরা হয়েছে। অনেকের কাছ থেকে সন্দেহজনক নথিপত্রও উদ্ধার হয়েছে। শ্রীগঙ্গানগরে একাধিকবার পাকিস্তানি অনুপ্রবেশকারীদের গুলি করে হত্যা করেছে বিএসএফ। এই ভারত-পাক সীমান্ত এলাকাগুলিতে ২৪ ঘণ্টা নজরদারি চালায় সীমান্ত সুরক্ষা বাহিনী (BSF)। (Representative Image: AI)
advertisement
8/9
রাতের অন্ধকার, চারপাশে নীরবতা, আর সেই সময় এক অচেনা ছায়া ঘুরে বেড়াচ্ছে ভারত-পাক সীমান্তের নিষিদ্ধ এলাকায়। বিএসএফ জওয়ানরা প্রথমে বিষয়টিকে নিছকই সন্দেহ হিসেবে ধরেছিলেন। কিন্তু যখন তাঁরা সেই ছায়াকে পাকড়াও করলেন, তখন ফাঁস হল এমন এক তথ্য, যা নিছক অনুপ্রবেশ নয়—বরং হতে পারে বৃহত্তর কোনও ষড়যন্ত্রের অংশ। (Representative Image: AI)
advertisement
9/9
কে এই যুবক? কেনই বা সে বাংলাদেশের বাসিন্দা হয়েও পাকিস্তান সীমান্তের ওই নির্দিষ্ট এলাকায় ঘোরাঘুরি করছিল? শুরু হয়েছে গোপন তদন্ত, এবং জড়িয়েছে একাধিক নিরাপত্তা সংস্থা। (Representative Image: AI)