Mamata Banerjee Meets VIPs: 'প্রধানমন্ত্রী কে হবেন তার চেয়ে গুরুত্বপূর্ণ গণতন্ত্র', মুম্বইয়ে বিশিষ্টদের বার্তা মমতার
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker), রিচা চাড্ডা (Richa Chadha), পরিচালক মহেশ ভাট (Mahesh Bhatt), সঙ্গীতকার জাভেদ আখতার (Javed Akhtar), পরিচালক-সাংবাদিক প্রীতিশ নন্দী (Pritish Nandy) এবং সমাজকর্মী মেধা পাটেকর (Medha Patkar) (Mamata Banerjee Meets VIPs) হাজির হয়ে নিজেদের প্রশ্ন করেন মমতাকে।
advertisement
1/6

মুম্বই সফরের দ্বিতীয় দিনেই নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Meets VIPs)। জাভেদ আখতার এবং সুধীন্দ্র কুলকার্নি এই বৈঠকের আয়োজন করেছেন। তাঁদেরকে পাশে বসিয়েই ফের একবার বিজেপিমুক্ত ভারত ও দিন বদলের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee Meets VIPs)
advertisement
2/6
নরিম্যান পয়েন্টের ওয়াইবি চহ্বন সেন্টারে মমতার সঙ্গে বৈঠকে বসেছিলেন দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা (Mamata Banerjee Meets VIPs)। অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker), রিচা চাড্ডা (Richa Chadha), পরিচালক মহেশ ভাট (Mahesh Bhatt), সঙ্গীতকার জাভেদ আখতার (Javed Akhtar), পরিচালক-সাংবাদিক প্রীতিশ নন্দী (Pritish Nandy) এবং সমাজকর্মী মেধা পাটেকর (Medha Patkar) (Mamata Banerjee Meets VIPs) হাজির হয়ে নিজেদের প্রশ্ন করেন মমতাকে। ছিলেন বিভিন্ন মিডিয়া হাউজের পদস্থ কর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বরাও।
advertisement
3/6
২০২৪-এর লোকসভা নির্বাচনে প্রধান বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরতে চাইছে তৃণমূল। তবে প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে এখনই ভাবতে রাজি নন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বইয়ে বিশিষ্টদের সঙ্গে বৈঠকে বুধবার তিনি বলেছেন, 'কে প্রধানমন্ত্রী হবেন, তা গুরুত্বপূর্ণ নয়। বিজেপিকে সরিয়ে গণতন্ত্রকে রক্ষা করাই লক্ষ্য হওয়া উচিত।'
advertisement
4/6
বলিউডের জনপ্রিয় পরিচালক মহেশ ভাট প্রশ্ন করেন, অতি অবামপন্থীদের হাত থেকে দেশকে বাঁচাতে মমতা কী ভাবছেন। জবাবে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমরা পূর্ণশক্তি দিয়ে লড়ব। নাগরিক সমাজকেও এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। বিজেপিকে বোল্ড আউট করে দিতে হবে। এটা আপনারাই পারেন।'
advertisement
5/6
মুম্বই সফরের দ্বিতীয় দিনে মমতা বুধবার কবি-গীতিকার জাভেদ আখতারকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের বিশিষ্টজনদের বৈঠকে হাজির হন। ওই বৈঠকে ছিলেন মহেশ ভাট, স্বরা ভাস্কর, রিচা চাড্ডা, মেধা পাটকরের মতো ব্যক্তিত্ব। হাজির ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরাও।
advertisement
6/6
মুম্বইয়ের প্রমোদতরীতে মাদক উদ্ধারের মামলায় প্রায় এক মাস শাহরুখের বড় ছেলে আরিয়ান খান জেলে ছিলেন। সেই প্রসঙ্গে ইঙ্গিত করেই মমতা এদিন পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখের (Mamata Banerjee On Shah Rukh Khan)। মমতার দাবি, 'বিজেপি অগণতান্ত্রিক ও পেশিশক্তিনির্ভর দল, একজোট হয়ে এই দেশকে বিজেপিমুক্ত করতে হবে।' বলিউডের তারকা অভিনেতা শাহরুখের (Shah Rukh Khan) সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক মমতার (Mamata Banerjee On Shah Rukh Khan)। এদিনের বৈঠকে শাহরুখ (Shah Rukh Khan) প্রসঙ্গে মমতা বলেছেন, 'বিজেপির অগণতান্ত্রিক চরিত্র, কীভাবে অত্যাচার চালাচ্ছে বিজেপি। আপনি ও শাহরুখ দু'জনেই বিজেপির শিকার। সবাইকে একসঙ্গে হতে হবে। বিজেপিকে বোল্ড আউট করতে হবে। রাজনৈতিক দল নিজেদের কাজ করবে, কিন্তু আপনারা সমাজের ভিত্তি। গণতন্ত্র কে বাঁচাতে পারলেই সমাজ এগোবে। কংগ্রেস লড়াই করছে না বিজেপি এর সঙ্গে। তাই আমাদের লড়াই করতে হবে।' ফাইল ছবি।