Maharashtra CM news: মহারাষ্ট্রে সরকার গঠন জল্পনায় নয়া মোড়! মুখ্যমন্ত্রী কে? উপমুখ্যমন্ত্রীও নন একনাথ? চর্চায় অন্য শিন্ডে
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Maharashtra Assembly news: ২৮৮টি আসনে লড়াই করে ২৩৩টি আসনে জিতেছে বিজেপির নেতৃত্বাধীন মহাজুটি জোট। এর মধ্যে ৪৯টি আসনে জয় পেয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন মহাবিকাশ অঘাড়ি।
advertisement
1/6

২৮৮টি আসনে লড়াই করে ২৩৩টি আসনে জিতেছে বিজেপির নেতৃত্বাধীন মহাজুটি জোট। এর মধ্যে ৪৯টি আসনে জয় পেয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন মহাবিকাশ অঘাড়ি। Image: PTI
advertisement
2/6
বড় ব্যবধানে জেতার পরেই জল্পনা শুরু হয়ে যায় মুখ্যমন্ত্রী কে হবেন। ২৩৩টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ১৩২টি আসনে, ৫৭টি আসনে জিতেছে শিব সেনা, পাশাপাশি অজিত পাওয়ারের এনসিপি জিতেছে ৪১টি আসনে।
advertisement
3/6
এর পরেই জল্পনা শুরু হয়ে যায়, মুখ্যমন্ত্রী কে হবেন। গত বার নিজে মুখ্যমন্ত্রী না হয়ে একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রীর পদটি ছেড়ে দিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবিস। এবার পরিস্থিতি আলাদা।
advertisement
4/6
বিজেপি চাইলে শুধু শিব সেনা বা শুধু এনসিপিকে নিয়েই সরকার গঠন করতে পারে। তাই ফড়নবিসের মুখ্যমন্ত্রী হওয়া ছিল কেবল সময়ের অপেক্ষা। এখন মহারাষ্ট্র সরকারের ছবি কিছুটা হলেও স্পষ্ট হচ্ছে।
advertisement
5/6
সূত্রের খবর, ফড়নবিস মুখ্যমন্ত্রী হলেও উপমুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা কম একনাথ শিন্ডের। বদলে একনাথ শিন্ডের ছেলে শ্রীকান্ত শিন্ডে উপমুখ্যমন্ত্রী হতে পারেন। বর্তমানে মহারাষ্ট্রের কল্যাণ লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রীকান্ত।
advertisement
6/6
তবে উপমুখ্যমন্ত্রীও নয়, আবার কেন্দ্রীয় মন্ত্রীও নয়, কী হবেন একনাথ? সূত্রের খবর ‘মহাজুটি’র জোটের মুখ হতে চান এখনাথ, সেই সঙ্গে শিবসেনাকে যেন একটু বেশি গুরুত্ব (গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব) দেওয়া হয় এমনই দাবি একনাথের। তবে অন্য একজন উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বে থাকবেন এনসিপির নেতা অজিত পাওয়ারই।