Maharashtra Assembly Election results: গত ছয় দশকেও ঘটেনি, বিধানসভা ভোটে এমনই ঘটনা ঘটল মহারাষ্ট্রে! প্রবল চাপে বিরোধীরা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Maharashtra Assembly Election results: গত ছয় দশকে ঘটেনি এমনই অবাক করা ঘটনা ঘটল এবার মহারাষ্ট্রের বিধানসভা ভোটের ফলাফলে।
advertisement
1/6

গত ছয় দশকে ঘটেনি এমনই অবাক করা ঘটনা ঘটল এবার মহারাষ্ট্রের বিধানসভা ভোটের ফলাফলে। গত ছয় দশকে এই প্রথমবারের জন্য মহারাষ্ট্রের বিধানসভায় কোন বিরোধী দলনেতা থাকছেন না। ছবি- পিটিআই
advertisement
2/6
কংগ্রেসের নেতৃত্বাধীন মহাবিকাশ অঘাড়ির হয়ে লড়া কোনও বিরোধী দলই মোট আসন সংখ্যার দশ শতাংশ আসন পেতে পারেনি। তাই এবার কোনো বিরোধী দলনেতা থাকবে না।
advertisement
3/6
মহারাষ্ট্রের বিধানসভায় বর্তমানে রয়েছে ২৮৮টি আসন। সংবিধান মতে, কোনও একটি দলকে বিরোধী দলনেতা করতে গেলে অন্ততপক্ষে ২৮টি আসন দরকার হয়।
advertisement
4/6
কিন্তু মহারাষ্ট্রে বিরোধী জোটের দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়েছে শিব সেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠী। তারা ২১টি আসন পেয়েছে, কংগ্রেস পেয়েছে ১৬টি আসন এবং শরদ পাওয়ারের এনসিপি পেয়েছে মাত্র ১০টি আসন।
advertisement
5/6
২৮৮টি আসনের মধ্যে ২৩৩ টি আসন পেয়েছে মহাজুটি। জনতার রায়ে নিরঙ্কুশ ভাবে ক্ষমতায় ফিরছে বিজেপি নেতৃত্বাধীন জোট। সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলনেতার পদটি খুবই গুরুত্বপূর্ণ, তাঁকে অনেক সময় ছদ্ম মুখ্যমন্ত্রীও বলা হয়।
advertisement
6/6
কিন্তু জনতার রায় হোক বা বিরোধীদের ব্যর্থতায, মহারাষ্ট্রে এবার এই বিরোধী দলনেতার পদটি থাকছে না। এখন প্রশ্ন, এতে আরও কতটা কায়েম হতে পারে শাসকের দাপট?